এখনও আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে নিতান্তই শিশু যারা, যে দেশ এখনও টেস্ট বা একদিনের ক্রিকেটে অংশই নেয়নি, সেই দেশের ক্রিকেটারই গড়ে ফেললেন বড় নজির। সিঙ্গাপুরের প্রথম প্লেয়ার হিসেবে আইপিএল খেলার নজির গড়লেন টিম ডেভিড। আইপিএলের ইতিহাসে ডেভিডই প্রথম প্লেয়ার, যাঁর দেশ এখনও টেস্ট বা একদিনের ক্রিকেট খেলার সুযোগই পাইনি।
এতে অবশ্য আটকে রাখা যায়নি ২৫ বছরের অলরাউন্ডারকে। ফিন অ্যালেনের পরিবর্তে বিরাট কোহলির আরসিবি আইপিএলের দ্বিতীয় পর্বের জন্য দলে নেয় সিঙ্গাপুরের অলরাউন্ডার টিম ডেভিডকে। শুক্রবার মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলে অভিষেক হয় ডেভিডের। সেই সঙ্গে সিঙ্গাপুরের প্রথম প্লেয়ার হিসেবে আইপিএল খেলার নজির গড়ে ফেলেন তিনি। প্রথম দিন অবশ্য হতাশই করলেন ডেভিড। ৩ বল খেলে মাত্র ১ রান করে আউট হয়ে যান তিনি। দীপক চাহারের বলে সুরেশ রায়না ক্যাচ ধরেন ডেভিডের।
বদলি প্লেয়ারদের বাছাইয়ে সকলকে কিছুটা চমকে দিয়েই সিঙ্গাপুরের অলরাউন্ডার টিম ডেভিডকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ডেভিডের দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই তাঁকে আরসিবি দলে নিয়েছিল। সেন্ট লুসিয়ার হয়ে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ২৮২ রান করেন তিনি। গড় ৩৫। স্ট্রাইক রেট ১৪৬।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।