বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ব্যাট-প্যাড সিন্দুকে রেখে কমেন্ট্রি বক্সে ফিরছেন 'ওয়েদার ম্যান' কার্তিক, WTC ফাইনালে আর কারা ধারাভাষ্য দেবেন?

ব্যাট-প্যাড সিন্দুকে রেখে কমেন্ট্রি বক্সে ফিরছেন 'ওয়েদার ম্যান' কার্তিক, WTC ফাইনালে আর কারা ধারাভাষ্য দেবেন?

দীনেশ কার্তিক। ছবি- টুইটার।

India vs Australia World Test Championship Final: শুধু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই নয়, বরং ইংল্যান্ড-অস্ট্রেলিয়া অ্যাসেজ সিরিজেও ধারাভাষ্য দেবেন দীনেশ কার্তিক। 

কমেন্ট্রি বক্স থেকে জাতীয় দলের আঙিনায় ফেরা দীনেশ কার্তিকের কামব্যাকের গল্প অনুপ্রাণিত করবে অনেককেই। এবার ফের সাময়িকভাবে ক্রিকেটের পাট চুকিয়ে ধারাভাষ্যকারের ভূমিকায় ফিরছেন দীনেশ কার্তিক। আসন্ন টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালে ধারাভাষ্য দিতে শোনা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের উইকেটকিপার-ব্যাটারকে।

ভারত-অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কার্তিক ছাড়াও ধারাভাষ্যকারের ভূমিকা পালন করবেন ভারতের রবি শাস্ত্রী ও সুনীল গাভাসকর। অস্ট্রেলিয়া শিবিরের ম্য়াথিউ হেডেন, রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গার উপস্থিত থাকবেন কমেন্ট্রি বক্সে। এছাড়া ইংল্যান্ডের নাসের হুসেন ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে দেখা যাবে মাইক্রোফোন হাতে।

দীনেশ কার্তিক ২০২১-এর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ধারাভাষ্যকারের ভূমিকা পালন করেন। সেবছর ভারতীয় দলের ইংল্যান্ড সফর চলাকালীন কার্তিককে ওয়েদার ম্যান হিসেবে ডাকা শুরু হয়ে যায়। কেননা, সেই সময় ম্যাচে বৃষ্টির প্রভাব ছিল যথেষ্ট। কার্তিক প্রতিদিন নিয়ম করে আবহাওয়ার আপডেট দিতেন ক্রিকেটপ্রেমীদের।

আরও পড়ুন:- সেলফি তুলতে চেয়েছিলেন এক অনুরাগী, প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন টেনিস তারকা বিয়ে করছেন তাঁকেই

কার্তিক শুধু টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালেই নয়, বরং ইংল্যান্ড-অস্ট্রেলিয়া অ্যাসেজ সিরিজেও ধারাভাষ্য দেবেন। স্কাই স্পোর্টসের মাইক্রোফোন হাতে অ্যাসেজে একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে কমেন্ট্রি বক্সে উপস্থিত থাকবেন কার্তিক।

আরও পড়ুন:- IND vs AUS WTC Final: টিম ইন্ডিয়ার নেটে অশ্বিনদের মুগ্ধ করলেন যশস্বী, ভুল-ভ্রান্তি শুধরে দিলেন কোহলি- ভিডিয়ো

দীনেশ কার্তিকের আইপিএল ২০২৩ অভিযান মোটেও মনে রাখার মতো হয়নি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ১৩টি ইনিংসে ব্যাট করতে নেমে ১১.৬৬ গড়ে মাত্র ১৪০ রান সংগ্রহ করেন তিনি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৩০ রানের। স্ট্রাইক-রেট ১৩৪.৬১। উল্লেখযোগ্য বিষয় হল, ৪টি ইনিংসে শূন্য রানে আউট হন কার্তিক। তিনি সাকুল্যে ১৩টি চার ও ৫টি ছক্কা মারেন। উইকেটকিপিং করতে নেমে ৮টি ক্যাচ ধরেন ও ২টি স্টাম্প-আউট করেন দীনেশ। জাতীয় দলের আঙিনা থেকে দূরে সরে যাওয়ায় আপাতত ব্যাট হাতে মাঠে নামার সুযোগ নেই কার্তিকের সামনে।

উল্লেখ্য, আগামী ৭ থেকে ১১ জুন ইংল্যান্ডের ওভালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এই নিয়ে টানা ২ বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে ভারত।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য নির্বাচিত ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও ইশান কিষাণ (উইকেটকিপার)।
স্ট্যান্ড-বাই: মুকেশ কুমার, যশস্বী জসওয়াল ও সূর্যকুমার যাদব।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বেআইনি নির্মাণ কিনা ফ্ল্যাট কেনার আগেই জানতে পারবেন ক্রেতারা, চালু হচ্ছে পোর্টাল ‘বলেছিলাম তোমাদের ক্ষমতা হবে না,কথা শোনেনি স্কাই স্পোর্টস’,পরে কী হল? বললেন বিরু নরেন্দ্র মোদীর মন্তব্যের প্রতিবাদ করার ‘শাস্তি’, সংখ্যালঘু নেতাকে বহিষ্কার BJP-র 'আমরা কোথাও যাচ্ছি না'- বাইডেনকে চ্যালেঞ্জ ছুঁড়ে আমেরিকায় টিকটক টেকানোর বার্তা শেষ মুহূর্তে ফোন করেছিলেন ঋষি! ফোন তুলতে পারেননি, সেই আক্ষেপ আজও রয়েছে ঋদ্ধিমার Sri Lanka Women বনাম Thailand Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? সন্তান কোলে অরিজিৎকে বিয়ে কোয়েলের; রূপরেখা নন, কে ছিলেন গায়কের প্রথম স্ত্রী? কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' ’‌অযোগ্যদের তালিকা আদালতকে দেওয়া হয়েছিল’‌, অভিযোগ খণ্ডন করলেন সিদ্ধার্থ DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা

Latest IPL News

‘বলেছিলাম তোমাদের ক্ষমতা হবে না,কথা শোনেনি স্কাই স্পোর্টস’,পরে কী হল? বললেন বিরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.