শুক্রবার ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি মারাত্মক চটে যান ঋষভ পন্তের উপর। আসলে লাঞ্চ বিরতির আগে শেষ ডেলিভারিতে ঘটনাটি ঘটে। কোহলি সিঙ্গেল নিতে চাইলে, রাজি হননি পন্ত। আর তাতেই ক্ষেপে যান কিং কোহলি।
মেহেদি হাসান মিরাজের বলে কোহলি অন-সাইডের দিকে একটি শট খেলেন। বলটি অবশ্য খুব বেশি দূরে যায়নি। তবে কোহলি সিঙ্গেল নিতে গেলেও, পন্ত নিতে অস্বীকার করেন। তখন কোহলি ক্রিজ ছেড়ে বের হয়ে গিয়েছিলেন। পন্ত রান নিতে অস্বীকার করলে, রান আউট এড়াতে কোহলিকে ডাইভ দিয়ে ক্রিজে ফিরতে হয়।
আরও পড়ুন: IPL নিলামে সর্বকালের সর্বোচ্চ দর পেলেন স্যাম কারান, দ্বিতীয় গ্রিন, তৃতীয় স্টোকস
আর এর পরেই অসন্তোষ প্রকাশ করেন কোহলি। ডাইভ দেওয়ার পর মাটি থেকে না উঠেই কড়া চাহনিতে পন্তের দিকে তাকান কোহলি। তিনি যে কতটা ক্ষেপে গিয়েছিলেন, সেটা তাঁর মুখ দেখেই বোঝা যাচ্ছিল। বিরাটের এই রাগী চাহনির ভিডিয়ো মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। এর পরেই অবশ্য আম্পায়াররা লাঞ্চের বিরতি ঘোষণা করেন। তখন অবশ্য দুই তারকা একসঙ্গেই মাঠ ছাড়েন।
প্রসঙ্গত, দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করতে নামলে বাংলাদেশ ২২৭ রানে অলআউট হয়ে যায়। ভারত প্রথম দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ১৯ রান করেছিল। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই কেএল রাহুল (১০), শুভমান গিল (২০) এবং চেতেশ্বর পূজারার (২৪) উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। তাইজুল ইসলাম ভারতীয় টপ অর্ডারের প্রথম তিনটি উইকেটই নেন।
আরও পড়ুন: শাকিব, লিটন পেলেন না দল, রুট, জাম্পারাও অবিক্রিত, কারা কারা আপাতত অবিক্রিত
এর পরে অবশ্য বিরাট কোহলি ২৪ রান করে আউট হন। তবে দলের হাল ধরেছিলেন পন্ত এবং শ্রেয়স আইয়ার। পন্ত ৯৩ করে আউট হন। শ্রেয়স করেন ৮৭ রান।এর বাইরে সে ভাবে কেউই রান করতে পারেননি। অক্ষর প্যাটেল (৪), রবিচন্দ্রন অশ্বিনরাও ব্যর্থ হন (১২)। বরং জয়দেব উনাদকাট ১৪ করে অপরাজিত থাকেন। তাঁকে সঙ্গত করার মতো কেউ ছিল না। ৩১৪ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। প্রথম ইনিংসে ৮৭ রানের লিড পায় ভারত।
বাংলাদেশের শাকিব আল হাসান এবং তাইজুল ইসলাম ৪টি করে উইকেট নিয়েছেন। তাসকিন আহমেড এবং মেহেদি হাসান মিরাজ নিয়েছেন ১টি করে উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশের সংগ্রহ কোনও উইকেট না হারিয়ে ৭ রান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।