বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: বেবি এবি নিজেকে প্রমাণ করার মঞ্চ পেলেন, মাঠে নামার সুযোগই পেলেন না যুব বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক যশ ধুল

IPL 2022: বেবি এবি নিজেকে প্রমাণ করার মঞ্চ পেলেন, মাঠে নামার সুযোগই পেলেন না যুব বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক যশ ধুল

যুব বিশ্বকাপের ট্রফি হাতে যশ ধুল। ছবি- টুইটার।

একা রাজ বাওয়া ছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের আর কোনও ক্রিকেটারই IPL 2022-তে মাঠে নামার সুযোগ পেলেন না।

গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মাঠ মাতিয়ে আসা বেশ কয়েকজন ক্রিকেটার এবছর আইপিএলের মেগা নিলামে নাম দিয়েছিলেন। তবে দল খুঁজে পান তাঁদের মধ্যে জনা আষ্টেক। যদিও ডেওয়াল্ড ব্রেভিস ছাড়া সেই অর্থে নিজেদের প্রমাণ করার সুযোগ পাননি কেউই।

ব্রেভিস মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাট হাতে নজর কেড়েছেন। ভবিষ্যতের তারকা হয়ে ওঠার ইঙ্গিতও দিয়েছেন আইপিএলে। আগামী মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নিয়মিত মাঠে নামতে দেখা যেতে পারে বেবি এবিকে।

পঞ্জাব কিংস একেবারে শুরুর দিকেই একজোড়া ম্যাচে মাঠে নামায় রাজ বাওয়াকে। নজর কাড়তে না পারায় তাঁর উপরে আস্থা হারায় টিম ম্যানেজমেন্ট।

চেন্নাই সুপার কিংস মাথিসা পথিরানাকে শেষ ২টি ম্যাচে মাঠে নামায়। তিনিও সিএসকের ভবিষ্যতের সম্পদ হয়ে ওঠার ইঙ্গিত দেন। তবে নিজের জাত চেনানোর সুযোগই পেলেন না যুব বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক যশ ধুল।

আরও পড়ুন:- কাউন্টিতে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করে ম্যাচ জেতালেন আহজার, নকল করলেন পাক সতীর্থর সেলিব্রেশন স্টাইল

দেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বচ্যাম্পিয়ন করানোর পরে যশ ধুল জোড়া শতরান দিয়ে রঞ্জি ট্রফিতে আত্মপ্রকাশ করেন। তাঁকে দিল্লি ক্যাপিটালস দলে নিলেও মাঠে নামায়নি একটিও ম্যাচে। একা যশ ধুলকেই নয়, দিল্লি মেগা নিলাম থেকে দলে নেয় ভিকি ওস্তওয়ালকেও। তাঁকেও কোনও ম্যাচ খেলার সুযোগ করে দেয়নি তারা।

চেন্নাই সুপার কিংস শ্রীলঙ্কার পেসারকে ২টি ম্যাচে মঞ্চ উপহার দিলেও ভারতীয় বোলার রাজবর্ধন হাঙ্গার্গেকরকে বসিয়ে রাখে রিজার্ভ বেঞ্চে। আরসিবি অনীশ্বর গৌতমকে এখনও পর্যন্ত কোনও ম্যাচে মাঠে নামায়নি। প্লে-অফেও তাঁকে খেলানোর সম্ভাবনা কম। গুজরাট টাইটানস আফগানিস্তানের নূর আহমেদকে এখনও পর্যন্ত একটিও ম্যাচে মাঠে নামায়নি।

আরও পড়ুন:- IPL 2022: বন্যেরা বনে সুন্দর, চেতন সাকারিয়া রাজস্থানে, দিল্লি ক্যাপিটালসে পর্যাপ্ত সুযোগই পেলেন না তরুণ পেসার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের যে সব ক্রিকেটাররা আইপিএলে মাঠে নামার সুযোগ পাননি:-
চেন্নাই সুপার কিংস: রাজবর্ধন হাঙ্গার্গেকর
দিল্লি ক্যাপিটালস: যশ ধুল ও ভিকি ওস্তওয়াল
গুজরাট টাইটানস: নূর আহমেদ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: অনীশ্বর গৌতম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের যে সব ক্রিকেটাররা আইপিএলে মাঠে নামেন:-
ডেওয়াল্ড ব্রেভিস: মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৭টি ম্যাচে মাঠে নেমে ১৬১ রান সংগ্রহ করেন। ১১টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। উইকেট নিয়েছেন ১টি।

মাথিসা পথিরানা: চেন্নাই সুপার কিংসের হয়ে ২টি ম্যাচে মাঠে নেমে ৫২ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

রাজ বাওয়া: পঞ্জাব কিংসের হয়ে ২টি ম্যাচে মাঠে নেমে ১১ রান করেছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন