শুভব্রত মুখার্জি: ২৩ ডিসেম্বর আগামী মরশুমের আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। এ বারের নিলামের আসর বসছে কোচিতে। আইপিএলের নিলামে অংশ নেওয়ার জন্য প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। ১০টি ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই গ্রিন সম্পর্কে তাঁদের হোম ওয়ার্ক সেরে ফেলেছেন। গ্রিনকে নিতে যে দিল্লি ক্যাপিটালস আগ্রহী, সে কথা কার্যত বুঝিয়ে দিয়েছেন তাঁদের কোচ রিকি পন্টিং। তিনি মজার ছলে অস্ট্রেলিয়া দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে সেই প্রশ্নও করে বসেছেন।
প্রসঙ্গত, পার্থে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। সেখানে খেলার প্রথম দিনেই এক আলোচনাতে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে সরাসরি প্রশ্ন করে বসেন রিকি পন্টিং। আইপিএলের ক্যামেরন গ্রিনের উপস্থিতির বিষয়ে। পন্টিংয়ের সরাসরি প্রশ্ন ছিল, গ্রিন ২০২৩ আইপিএলের সময় ফাঁকা থাকবেন কিনা, সেই বিষয়ে ম্যাকডোনাল্ড কিছু জানেন কিনা ? দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি বেশ কিছু টাকা সরিয়ে রেখেছে এই অলরাউন্ডারকে নিজেদের দলে নিতে।
পন্টিং মজার ছলে বলেন, ‘এখানে অন এয়ারে হয়ত বলব না। তবে আজ রাতে তোমার (ম্যাকডোনাল্ডের) ফোনটা অন রেখ। আমি তোমার সঙ্গে আইপিএল নিয়ে কিছু কথা বার্তা বলতে উৎসাহী। ক্যামেরন গ্রিনকে নিয়ে তোমার সঙ্গে কথা বলতে চাই। কারণ এই বছর আমি ওর জন্য দিল্লিতে বেশ কিছু টাকা আলাদা করে সরিয়ে রেখেছি। আমি জানতে চাই ও খেলবে কিনা! আজ রাতে আমাকে সেটা চূড়ান্ত করে দিও। সমর্থকেরা ওকে ভালোবাসা উজাড় করে দেবে।’
প্রসঙ্গত শেষ ভারত সফরে ও ক্যামেরন গ্রিন ব্যাট হাতে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেনষ ওপেন করতে নেমে দলকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিয়েছেন। স্বাভাবিক ভাবেই এ বারের আইপিএল নিলামে যে তাঁর চাহিদা তুঙ্গে থাকবে, তা বলাই বাহুল্য। দিল্লি ক্যাপিটালস দলের কোচ রিকি পন্টিংয়ের কথাতে খানিকটা ইঙ্গিত ও পাওয়া গিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।