বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023-এ গ্রিনকে সই করাতে উৎসাহী DC, তার জন্য অজি কোচকে পটাচ্ছেন পন্টিং

IPL 2023-এ গ্রিনকে সই করাতে উৎসাহী DC, তার জন্য অজি কোচকে পটাচ্ছেন পন্টিং

ক্যামেরন গ্রিন।

ক্যামেরন গ্রিনকে ১০টি ফ্র্যাঞ্চাইজিই পেতে আগ্রহী। তবে গ্রিনকে নিতে যে দিল্লি ক্যাপিটালস মুখিয়ে রয়েছে, সে কথা কার্যত বুঝিয়ে দিয়েছেন তাঁদের কোচ রিকি পন্টিং। এই নিয়ে এখনও থেকেই তিনি অজি কোচের সঙ্গে আলোচনাও শুরু করে দিয়েছেন।

শুভব্রত মুখার্জি: ২৩ ডিসেম্বর আগামী মরশুমের আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। এ বারের নিলামের আসর বসছে কোচিতে। আইপিএলের নিলামে অংশ নেওয়ার জন্য প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। ১০টি ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই গ্রিন সম্পর্কে তাঁদের হোম ওয়ার্ক সেরে ফেলেছেন। গ্রিনকে নিতে যে দিল্লি ক্যাপিটালস আগ্রহী, সে কথা কার্যত বুঝিয়ে দিয়েছেন তাঁদের কোচ রিকি পন্টিং। তিনি মজার ছলে অস্ট্রেলিয়া দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে সেই প্রশ্নও করে বসেছেন।

প্রসঙ্গত, পার্থে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। সেখানে খেলার প্রথম দিনেই এক আলোচনাতে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে সরাসরি প্রশ্ন করে বসেন রিকি পন্টিং। আইপিএলের ক্যামেরন গ্রিনের উপস্থিতির বিষয়ে। পন্টিংয়ের সরাসরি প্রশ্ন ছিল, গ্রিন ২০২৩ আইপিএলের সময় ফাঁকা থাকবেন কিনা, সেই বিষয়ে ম্যাকডোনাল্ড কিছু জানেন কিনা ? দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি বেশ কিছু টাকা সরিয়ে রেখেছে এই অলরাউন্ডারকে নিজেদের দলে নিতে।

পন্টিং মজার ছলে বলেন, ‘এখানে অন এয়ারে হয়ত বলব না। তবে আজ রাতে তোমার (ম্যাকডোনাল্ডের) ফোনটা অন রেখ। আমি তোমার সঙ্গে আইপিএল নিয়ে কিছু কথা বার্তা বলতে উৎসাহী। ক্যামেরন গ্রিনকে নিয়ে তোমার সঙ্গে কথা বলতে চাই। কারণ এই বছর আমি ওর জন্য দিল্লিতে বেশ কিছু টাকা আলাদা করে সরিয়ে রেখেছি। আমি জানতে চাই ও খেলবে কিনা! আজ রাতে আমাকে সেটা চূড়ান্ত করে দিও। সমর্থকেরা ওকে ভালোবাসা উজাড় করে দেবে।’

প্রসঙ্গত শেষ ভারত সফরে ও ক্যামেরন গ্রিন ব্যাট হাতে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেনষ ওপেন করতে নেমে দলকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিয়েছেন। স্বাভাবিক ভাবেই এ বারের আইপিএল নিলামে যে তাঁর চাহিদা তুঙ্গে থাকবে, তা বলাই বাহুল্য। দিল্লি ক্যাপিটালস দলের কোচ রিকি পন্টিংয়ের কথাতে খানিকটা ইঙ্গিত ও পাওয়া গিয়েছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘আমি মরতে চাই’, রেললাইন থেকে সরতে নারাজ কিশোরী, ট্রেন থামিয়ে জীবন বাঁচালেন চালক গতবার অনুদান পাওয়া পুজো কমিটির মধ্যে এখনও টাকার আবেদন করেছে ২৪%, আরজি করের জের? 'আন্দোলনে রাজনীতির রং লাগাতে আসিনি'! 'গো ব্যাক' শুনে প্রতিক্রিয়া অগ্নিমিত্রার মালাইকার বাবার মৃত্যু, প্রাক্তন শ্বশুরবাড়িতে আরবাজ, ঘটনাস্থলে অর্জুনও, তারপর? ইন্টারনেটে ভাইরাল ঘি চা, কেন খাবেন এই চা? কী উপকার পাবেন আপনি গ্রেটার নয়ডার মাঠটা আমরাই বেছে নিয়েছিলাম: আফগানিস্তান ক্রিকেট বোর্ডের U-Turn ১০জন WBCS অফিসারকে IAS মর্যাদা দিল রাজ্য সরকার, সবুজ সংকেত দিয়েছিল কেন্দ্র 'আগে প্রশাসন মেরুদণ্ড সোজা করুক, তার পর আমাদের দিকে আঙুল তুলবেন' বাংলা তথা ভারতীয় টেবিল টেনিসের নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি কোচ জয়ন্ত পুশিলাল 'লন্ডন বানাতে গিয়ে ব্রিটিশ… RG Kar কাণ্ডে রাজ্য সরকারকে তুলোধোনা কনীনিকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.