ক'দিন আগেই সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগীর প্রশ্নের উত্তরে আকাশ চোপড়া জানিয়েছিলেন, তাঁর মতে আসন্ন টি-২০ বিশ্বকাপে কোন চারটি দল সেমিফাইনালে উঠতে পারে। নিছক ব্যক্তিগত ধারণা হলেও এবার টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ভবিষ্যদ্বাণী করলেন আইপিএল ২০২১ নিয়ে।
এবারও সেই সোশ্যাল মিডিয়াতেই অনুরাগীর আগ্রহ নিরসন করেন চোপড়া। তিনি সংক্ষেপ সুস্পষ্টভাবে জানান, এবছরের ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ফাইনালে উঠবে কোন দু'টি দল। তাঁর দাবি, এবার আইপিএলের ফাইনাল খেলবে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
যদিও আকাশ অনুরাগীর প্রশ্নের যথাযথ উত্তর দেননি। আসলে সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন তারকার কাছে জানতে চাওয়া হয়েছিল এবার কোন দল আইপিএল চ্যাম্পিয়ন হবে? কারা খেতাব জিততে পারে, সে বিষয়ে কোনও মন্তব্য না করলেও চোপড়া জানান কারা ফাইনালে উঠতে পারেন।

জনৈক অনুরাগী আকাশকে জিজ্ঞাসা করেন, ‘আপনার মতে এই মরশুমে কোন দল আইপিএল খেতাব জিততে চলেছে?’ উত্তরে চোপড়া লেখেন, ‘মুম্বই বনাম চেন্নাই ফাইনাল’।
ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে সবথেকে সফল দু'টি দলের মধ্যে খেতাবি লড়াই অনুষ্ঠিত হলে কাউকে এগিয়ে রাখা মুশকিল। সেই মুশকিল কাজটাই এড়িয়ে যান চোপড়া। উল্লেখ্য, আপাতত ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে অবস্থান করছে।