বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: ফাঁস হয়েগেল কলকাতা নাইট রাইডার্সের নীল নকশা! ২৭ অগস্ট দুবাই পৌঁছাবে শাহরুখ খানের দল

IPL 2021: ফাঁস হয়েগেল কলকাতা নাইট রাইডার্সের নীল নকশা! ২৭ অগস্ট দুবাই পৌঁছাবে শাহরুখ খানের দল

টিম কলকাতা নাইট রাইডার্স (ছবি:টুইটার)

কেকেআর শিবির সূত্রে খবর, ২৫ ও ২৬ অগস্ট সকল ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মুম্বইয়ে জমায়েত হবেন। সেখানে ২৬ অগস্ট ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে প্রত্যেকের আরটিপিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষার বন্দোবস্ত করছে। সে দিন রাতেই করোনা পরীক্ষার ফল হাতে এসে যাবে। তারপর ২৭ তারিখ চার্টার্ড বিমানে করে মুম্বই থেকে দুবাই উড়ে যাবে দল।

২৭ অগস্ট সংযুক্ত আরব আমিরশাহিতে পাড়ি দিচ্ছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। লক্ষ্য ১৪তম আইপিএল-এর দ্বিতীয় পর্ব। এ মুহূর্তে ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আইপিএলে সাত নম্বরে রয়েছে কেকেআর। বড় কোনও চমক না হলে রাসেলদের পরের রাউন্ডে যাওয়া একপ্রকার অসম্ভব। তবু হাল ছাড়তে চায়না কলকাতা। দুবাইয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে এ বার নতুন শুরু করতে চায় ইয়ন মর্গ্যানের দল। 

করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া আইপিএল-এর বাকি ম্যাচ খেলতে প্রথমে দুবাই যেতে চায় শাহরুখ খানের দল। যদিও দুবাই, আবু ধাবি ও শারজা, এই তিনটি শহরে আইপিএল-এর বাকি ম্যাচ খেলা হবে।। কলকাতা নাইট রাইডার্স শিবিরও টুর্নামেন্টের পরবর্তী পর্বের জন্য নীল নকশা তৈরি করে ফেলেছে। কেকেআর তাদের শিবির করবে আবু ধাবিতে। তবু প্রথমে দুবাই যেতে চায় কেকেআর।

কারণ, নিভৃতবাসের নিয়ম। করোনা কারণে আবু ধাবিতে কোয়ারেন্টাইনের নিয়ম বেশ কঠিন। বিদেশ থেকে কেউ সরাসরি আবু ধাবি পৌঁছলে ১৪ দিনের কঠোর নিভৃতবাসে থাকতে হবে। অন্যদিকে দুবাইয়ে সেই তুলনায় কিছু ছাড় রয়েছে। ভিন দেশ থেকে কেউ দুবাই গেলে ৭ দিনের নিভৃতবাস কাটালেই চলবে। সেই কারণে নাইট শিবিরে সিদ্ধান্ত হয়েছে যে, মুম্বই থেকে প্রথমে দুবাই যাওয়া হবে। সেখানে সাত দিনের কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে অষ্টম দিন আবু ধাবি যাওয়া হবে। তাতে করোনার কড়াকড়ি থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে।

কেকেআর শিবির সূত্রে খবর, ২৫ ও ২৬ অগস্ট সকল ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মুম্বইয়ে জমায়েত হবেন। সেখানে ২৬ অগস্ট ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে প্রত্যেকের আরটিপিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষার বন্দোবস্ত করছে। সে দিন রাতেই করোনা পরীক্ষার ফল হাতে এসে যাবে। তারপর ২৭ তারিখ চার্টার্ড বিমানে করে মুম্বই থেকে দুবাই উড়ে যাবে দল। সুনীল নারাইন, আন্দ্রে রাসেলের মতো অনেকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন। কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাকালামও সিপিএলে রয়েছেন। তাঁরা সেখান থেকেই দুবাই পৌঁছবেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভোটের মুখে মাথায় হাত রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.