রয়্যাল চ্যালেঞ্জার্ল ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মরশুমের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নেমেই প্রভাবিত করলেন ক্রিস লিন। গতবার পুরো মরশুম বেঞ্চে বসেই কাটাতে হয়েছিল, প্রথম সুযোগেই আবারও নিজের ব্যাটিং যোগ্যতার পরিচয় দিলেন তিনি।হাঁকালেন চারটি বাউন্ডারি ও তিনটি ছক্কা।
দেশের হয়ে খেলার জন্য আইপিএলে দেরি করে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের ক্রিকেটাররা। ভারতে এসে গেলে করোনাবিধি মেনে কিছু সময় কোয়ারেন্টাইনে কাটাতে হবে তাদের। সেই তালিকায় রয়েছেন মুম্বই দলের তারকা উইকেটরক্ষক কুইন্টন ডি'কক। তাই তার বদলে শিকে ছেঁড়ে লিনের। কলকাতা নাইট রাইডার্সের হয়ে পাঁচ মরশুম খেলার পরে গতবার মায়ানগরীর ফ্র্যাঞ্চাইজি নিজেদের দলে সামিল করেছিল তাকে।
স্লো-লো চেন্নাইয়ের পিচে বিশেষত স্পিনের বিরুদ্ধে তিনি কেমন খেলেন তার দিকেই সবার নজর ছিল। মূলত ঘূর্ণি পিচে স্পিনারদের খেলা নিয়েই অতীতে বারবার প্রশ্নের মুখে পড়তে হয় ৩০ বছর বয়সী তারকাকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যে তিনি স্পিনের বিরুদ্ধে নিজের খেলাকে অনেক উন্নত করেছেন তারই প্রমান মিলল এইদিন। শাহবাজ নদিমকে এগিয়ে এসে ছক্কা হাঁকানোর মধ্যে দিয়েই তা বোঝা গেল।
তবে অল্পের জন্য নিজের অর্ধশতরান মাঠে ফেলে এলেন মারকুটে অজি ওপেনার। ৩৫ বলে ৪৯ রানে ওয়াশিংটন সুন্দরের বলে আউট হন তিনি। অধিনায়ক রোহিত শর্মা তাড়াতাড়ি রান আউট হলে, ইনিংসের দায়িত্ব এসে পড়ে লিনের চওড়া কাঁধে। সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে আরসিবি বোলারদের প্রতিঘাতের পথ বেছে নেন লিন। ৪২ বলে ৭০ যোগ করেন দু'জন মিলে। আউট হওয়ার পূর্বে দলকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেন লিন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।