বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: ধোনির মন্থর ব্যাটিংয়ের সব দায় পিচের ঘাড়ে চাপালেন CSK কোচ স্টিফেন ফ্লেমিং

IPL 2021: ধোনির মন্থর ব্যাটিংয়ের সব দায় পিচের ঘাড়ে চাপালেন CSK কোচ স্টিফেন ফ্লেমিং

মহেন্দ্র সিং ধোনি। (ছবি:আইপিএল)

এই নিয়ে চতুর্থবার ধোনি আইপিএল ম্যাচে ২০টির অধিক বল খেলেও কোন বাউন্ডারি মারতে ব্যর্থ হন।

এ মরশুমের ৫০তম আইপিএল ম্যাচে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস দুবাইয়ের ময়দানে মুখোমুখি হয়েছিল। কড়া টক্করের পর দিনের শেষে তিন উইকেটে ম্যাচ জিতে নেয় দিল্লিই। ম্যাচে সিএসকে মাত্র ১৩৬ রানই করতে পারে। সমালোচিত হয় ধোনির ২৭ বলে ১৮ রানের মন্থর ইনিংস।

তবে এতে ধোনির দোষের থেকেও পিচের দোহাই বেশি দিচ্ছেন হলুদ ব্রিগেডের কোচ স্টিফেন ফ্লেমিং। ম্যাচ শেষে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ফ্লেমিং দাবি করেন, ‘একা ধোনিরই যে দ্রুত গতিতে রান করতে সমস্যা হয়েছে, তেমনটা তো নয়, পিচটাই স্ট্রোক খেলার অনুকূল ছিলনা। ১৩৭ রানে প্রায় ম্যাচ জিতেই যাচ্ছিলাম আমরা। এই পিচে বড় শট খেলা, দ্রুত গতিতে রান করাই দুই বেশ কষ্টকর ছিল এবং দুই দলেরই ইনিংসের শেষে এই সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা আর ১০-১৫ রান করলেই হয়তো ম্যাচটা জিততে পারতাম।’

এই নিয়ে চতুর্থবার ধোনি আইপিএল ম্যাচে ২০টির অধিক বল খেলেও কোন বাউন্ডারি মারতে ব্যর্থ হন। আইপিএলে অন্য কোন অধিনায়কের সঙ্গে একবারের অধিক এই ঘটনা ঘটেনি। তবে ফ্লেমিং দ্রুত রান করার ইচ্ছার কোন অভাব দেখতে পাচ্ছেন না, বরং দিল্লির নিয়ন্ত্রিত বোলিং এবং পিচকেই গোটা বিষয়টার মূল কারণ হিসাবে দেখছেন। ‘তিনটি ভিন্ন মাঠের পিচ বোঝাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু ইচ্ছার কোন অভাব ছিল না। আমাদের দু'টো ভুলের পর ইনিংস সামলানোর দরকার ছিল এবং দিল্লি শেষ পাঁচ ওভারে খুবই চতুরতার সঙ্গে বোলিং করে।’ বলে মনে করছেন সিএসকে কোচ।

বন্ধ করুন