IPL 2021: ওরাই খেতাব জেতার যোগ্য দাবিদার ছিল, জিতেও KKR-র কামব্যাককে কুর্নিশ মাহির
1 মিনিটে পড়ুন . Updated: 16 Oct 2021, 07:45 AM IST- আইপিএলের প্রথম সাত ম্যাচের পর কেকেআর লিগ তালিকায় সাত নম্বরে ছিল।
দুবাইয়ের দর্শকভর্তি ময়দানে কলকাতা নাইট রাইডার্সকে ফাইনালে ২৭ রানে হারিয়ে চতুর্থবার আইপিএল খেতাব নিজেদের নামে করেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। তবে জয়ের উৎসবে গা ভাসানোর আগেই কেকেআরের আইপিএলের দ্বিতীয় ভাগে অসাধারণ কামব্যাককে কুর্নিশ জানাতে ভোলেননি মাহি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধোনি বলেন, ‘প্রথমার্ধে ওরা যে অবস্থায় ছিল, আইপিএলের মতো টুর্নামেন্টে সেখান থেকে কামব্যাক করে ওরা যা করেছে, সেটা করাটা খুবই মুশকিল। যদি কোন দল এ বছর আইপিএলের খেতাব জেতার যোগ্য দাবিদার ছিল, তাহলে সেটা নিঃসন্দেহে কেকেআর। এর জন্য দলের সকল ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফের বড় কৃতিত্ব প্রাপ্য। আমার মতে বিরতিটা ওদের মদত করেছে, তবে দিনের শেষে বলতেই হবে, ওরা দুর্ধর্ষ পারফর্ম করেছে।’
আইপিএলের প্রথমভাগে নাইটরা সাতটির মধ্যে মাত্র দুটি ম্যাচেই জয়ের মুখ দেখেছিল। তবে মরুশহরে মেগা টুর্নামেন্টের দ্বিতীয়ভাগ শুরু হতেই ঘটে ভাগ্যবদল। আটটির মধ্যে ছয়টি ম্যাচ জিতে এক সময়ে লিগ তালিকায় সাত নম্বরে থাকা দল কেকেআর ফাইনালে নিজেদের জায়গা পাকা করে। প্রথমবার আইপিএল ফাইনাল হারলেও এই দুরন্ত কামব্যাক নিঃসন্দেহে প্রশংসনীয়। ধোনির প্রশংসা সেই কৃতিত্বকেই মনে করিয়ে দিল।