বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > MI vs SRH: মুম্বই ম্যাচেই IPL তথা T20 কেরিয়ারে ৫টি দুরন্ত নজির গড়তে পারেন ওয়ার্নার

MI vs SRH: মুম্বই ম্যাচেই IPL তথা T20 কেরিয়ারে ৫টি দুরন্ত নজির গড়তে পারেন ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার। ছবি- পিটিআই (PTI)

ব্যক্তিগত মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে সানরাইজার্স দলনায়ক।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২১-এ নিজেদের তৃতীয় ম্যাচে বেশ কয়েকটি ব্যক্তিগত মাইলস্টোন ছুঁতে পারেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। দেখে নেওয়া যাক সেই তালিকা।

১. মাত্র ১২ রান করলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৫০০ রান পূর্ণ করবেন ওয়ার্নার। মুম্বইয়ের বিরুদ্ধে অজি তারকার ব্যক্তিগত সংগ্রহ সাকুল্যে ৪৮৮ রান। পাঁচ বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে তাঁর ব্যাটিং গড় ৬১। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৯০ রানের। আইপিএল ২০২০-র দু'টি ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ওয়ার্নার যথাক্রমে ৬০ ও অপরাজিত ৮৫ রান করেন।

২. ১১৯ রান করলে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ ফর্ম্যাটে ১০ হাজার রানের মাইলফলক ছোঁবেন অজি তারকা। এই কৃতিত্ব রয়েছে শুধু তিন জনের। ক্রিস গেইল, কায়রন পোলার্ড ও শোয়েব মালিকের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে এমন কৃতিত্ব অর্জন করতে পারেন ডেভিড।

৩. ৪টি ছক্কা মারলে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ২০০টি ছক্কা হাঁকানোর নজির গড়বেন সানরাইজার্স অধিনায়ক।

৪. ৫টি ক্যাচ ধরলে টি-২০ ক্রিকেটে ১৫০ ক্যাচের বৃত্ত পূর্ণ করবেন ওয়ার্নার।

৫. হাফ-সেঞ্চুরি করলে আইপিএলে ৫০টি অর্ধশতরান করার নজির গড়বেন সানরাইজার্স দলনায়ক।

বন্ধ করুন