বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: অভিজ্ঞতাকে মাত দিয়ে CSK-র বিরুদ্ধে জয়ে তিনটি নজির গড়ল পন্তের DC

IPL 2021: অভিজ্ঞতাকে মাত দিয়ে CSK-র বিরুদ্ধে জয়ে তিনটি নজির গড়ল পন্তের DC

দিল্লিকে ম্যাচ জিতিয়ে সাজঘরে ফিরছেন হেটমায়ার ও রাবাডা। ছবি- পিটিআই। (PTI)

চেন্নাইকে হারিয়ে পুনরায় আইপিএল লিগ তালিকার শীর্ষে দিল্লি ক্যাপিটালস।

সোমবার (৪ অক্টোবর) গুরু মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসকে কড়া টক্করের পর হারায় দিল্লি ক্যাপিটালস। এই জয়ের ফলে আইপিএলের প্রথম দুইয়ের মধ্যে দিল্লির থাকা প্রায় পাকা। নিঃসন্দেহে দিল্লির কাছে এই জয় বিশেষ গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে এক অনন্য নজিরও গড়ে ফেলল রাজধানীর ফ্রাঞ্চাইজি।

আইপিএলের ইতিহাসে সফলতম দুই দল মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। দুই দলই বরাবর যে কোন প্রতিপক্ষের কাছে যে কোন দিনে শক্ত গাঁট। তাদের হারানো মুখের কথা নয়। তবে দিল্লি পরপর দুই ম্যাচে এই দুই শক্তিশালী দলকে হারিয়েছে। মরুশহরে তো অবশ্যই, এমনকী ভারতে আইপিএলের প্রথমভাগেও এই দুই দলের বিরুদ্ধে ম্যাচে শেষ হাসিটা হাসে দিল্লিই। পন্তের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসই আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসাবে একই মরশুমে দুই হেভিওয়েটকে হারানোর কৃতিত্ব গড়ল।

মরশুমের শুরুতে শ্রেয়স আইয়ার চোট পাওয়ায় তরুণ ঋষভ পন্তকে দিল্লি ফ্রাঞ্চাইজি অধিনায়কের দায়িত্ব দেওয়ায় অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। তবে একই মরশুমে নিজের থেকে অনেক বেশি অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে দুই ম্যাচেই হারানো নিঃসন্দেহে অধিনায়ক পন্তের মুকুটে বিশাল বড় পালক। এবার প্রথম দিল্লি অধিনায়ক হিসাবে আইপিএল খেতাব তোলাই পন্তের প্রধান লক্ষ্য হবে।  

প্রসঙ্গত, এই ম্যাচেই ব্যক্তিগত আরেক নজিরও গড়লেন অধিনায়ক পন্ত। এদিনই পন্থের ২৪তম জন্মদিন ছিল। নিজের জন্মদিনে দলের জয় নিঃসন্দেহে আনন্দদায়ক। তবে পন্ত ছাড়া এই সুখের স্বাদ পেয়েছেন একমাত্র সচিন তেন্ডুলকর। একদশক আগে সচিন মুম্বইয়ের অধিনায়ক হয়ে জয় পাওয়ার এই প্রথম তরুণ পন্তই অধিনায়ক হিসাবে নিজের জন্মদিনে আইপিএল ম্যাচ জিতলেন। 

মুম্বই ও চেন্নাইকে পরাস্ত করতে গুরত্বপূর্ণ ভূমিকা নেওয়া অক্ষর প্যাটেলও এক ছোট্ট নজির গড়েছেন এদিন। সিএসকের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করে হলুদ ব্রিগেডের রানকে কখনও নাগালের বাইরে যেতে দেননি বাঁ-হাতি স্পিনার। নিজের চার ওভারে ১৮ রানের বিনিময়ে ফর্মে থাকা ফ্যাফ ডুপ্লেসি এবং মইন আলিকে সাজঘরে ফেরান ভারতীয় স্পিনার। নিজের বোলিংয়ের সুবাদেই ম্যাচ সেরা হিসাবে নির্বাচিতও হন তিনি। অক্ষর প্যাটেলও এক দশক পরে দ্বিতীয় স্পিনার হিসাবে পরপর দুই ম্যাচে সেরা হলেন। এর আগে একই কৃতিত্ব গড়েছিলেন অমিত মিশ্রও। সেই নজিরই ছুঁলেন অক্ষর

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.