বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: DC তারকার সম্মানে মূর্তি গড়ার আর্জি মালিক পার্থ জিন্দালের

IPL 2021: DC তারকার সম্মানে মূর্তি গড়ার আর্জি মালিক পার্থ জিন্দালের

অমিত মিশ্র ও শিখর ধাওয়ান। ছবি- এএনআই।

১৫২ ম্যাচে ১৬৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অমিত মিশ্র। তাঁর দখলে একাধিক হ্যাটট্রিকের পাশাপাশি রয়েছে চরবার চার ও একবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও।

টানা পাঁচ ম্যাচে পরাজয়ের পর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের স্বাদ পেয়েছে দিল্লি ক্যাপিটালস। ১৩৮ রান তাড়া করতে নেমে পাঁচ বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নেন ঋষভ পন্তরা। চেন্নাইয়ের মন্থর পিচে আবারও চলে স্পিনের জাদু। কব্জির মোচড়ে মুম্বইয়ের বিখ্যাত ব্যাটিং লাইন আপকে কুপোকাত করে দেন অমিত মিশ্র। চার ওভারে ২৪ খরচ করে চারটি উইকেট তুলে নেন মিশ্র। 

এরপরেই দিল্লি ক্যাপিটালস ফ্রাঞ্চাইজির চেয়ারম্যান ও অন্যতম মালিক পার্থ জিন্দাল বিসিসিআইয়ের কাছে এক আর্জি জানিয়ে এক ইচ্ছার কথা প্রকাশ করেন। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, ‘যদি কোনওদিন বিসিসিআই ও রাজ্য ক্রিকেট সংস্থার তরফে আইপিএল ফ্রাঞ্চাইজিদের ঘরের মাঠের বাইরে মূর্তি বানানোর অনুমতি দেওয়া হয়, তবে দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে সর্বপ্রথম মূর্তিটি হবে অমিত মিশ্রর। দিল্লি দলে তাঁর অবদান অনস্বীকার্য।’

হোবার্টে রিকি পন্টিংয়ের হোক বা ইন্দোরে সিকে নাইডুর, মাঠের বাইরে বিখ্যাত খেলোয়াড়দের মূর্তি বানানোর প্রথা খুবই প্রচলিত ব্যাপার। তবে আইপিএলে ব্যবহৃত মাঠগুলি রাজ্য ক্রিকেট সংস্থাদের অধীনে থাকায় ফ্রাঞ্চাইজিদের ম্যাচের আগে তাঁদের অনুমতি নেওয়া বাঞ্ছনীয়। তাই জিন্দালের ইচ্ছা পূর্ণ হওয়ার সম্ভাবনা কম। তবে আইপিএল ইতিহাসের অন্যতম সেরা বোলার অমিত মিশ্র। ১৫২ ম্যাচে ১৬৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এই অভিজ্ঞ লেগ স্পিনার। তাঁর দখলে একাধিক হ্যাটট্রিকের পাশাপাশি রয়েছে চরবার চার ও একবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও। তাই জিন্দালের দাবি মুশকিল হলেও কোনভাবেই অযৌক্তিক নয়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন