বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: চেনা রোগে আক্রান্ত চেন্নাই, সহজেই গুরুকে হারালেন শিষ্য পন্ত

IPL 2021: চেনা রোগে আক্রান্ত চেন্নাই, সহজেই গুরুকে হারালেন শিষ্য পন্ত

আক্রমণাত্মক মেজাজে শিখর। ছবি: পিটিআই (PTI)

হার দিয়েই আইপিএল অভিযান শুরু করল চেন্নাই। শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ' জুটির তাণ্ডবে ফিকে হয়ে গেল সুরেশ রায়নার লড়াকু অর্ধশত রান।

গত বছর আইপিএলের শেষটা খারাপ হয়েছিল। এ বার শুরুটাও সেই খারাপই হল চেন্নাই সুপার কিংসের। ব্যাট হাতে ব্যর্থ হলেন মহেন্দ্র সিং ধোনি। শূন্য রানে বোল্ট হন অনামী আবেশ খানের বলে। চেন্নাইয়ের বোলাররাও এ দিন চূড়ান্ত হতাশ করলেন। সব মিলিয়ে প্রথম ম্যাচেই নিরাশ করলেন ধোনির সিএসকে। 

এদিন চেন্নাই সুপার কিংসের হারের পিছনে চৌম্বকে কতকগুলি কারণ উঠে এসেছে:

১) পাওয়ার প্লে-র সময়ে চেন্নাই ২ উইকেট (৭ রানে) হারিয়ে বসেছিল। উল্টোদিকে দিল্লি ক্যাপিটালসের পৃথ্বী শ' এবং শিখর ধাওয়ান কিন্তু পুরোপুরি পাওয়ার প্লে-র ফায়দা তুলেছেন।

২) শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ'র পার্টনারশিপ ভাঙতে না পারা এ দিনের হারের আসল কারণ। প্রথম উইকেটে ৮১ বলে ১৩৮ রানের পার্টনারশিপ করেন শিখর-পৃথ্বী। যেটা ভাঙতে পারেনি চেন্নাই। দু'বার পৃথ্বী শ'র ক্যাচ ফেলেছে সিএসকে। প্রথম বার ৩৮ রানে এবং দ্বিতীয়বার ৪৭ রানে। প্রথম বারই যদি পৃথ্বীর ক্যাচ মিস না করত চেন্নাই, ফিল্ডিং যদি এতটা খারাপ না হত, তা হলে হয়তো অন্য রকম রেজাল্ট হতেই পারত!

৩) এ দিন চেন্নাই টিমে লুঙ্গি এনগিদির মতো একজন জোরে বোলারের অভাব বোধ হয়েছে। দলের সঙ্গে দেরি করে যোগ দেওয়ার কারণে প্রথম ম্যাচ খেলতে পারলেন না দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদি। নিয়ম মেনে তিনি এখন কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।

৪) মহেন্দ্র সিং ধোনির মতো অধিনায়ক থাকার পরেও দিল্লিকে আটকানোর কোনও প্ল্যান-বি ছিল না। কোনও চমক ছিল না। যেটা ধোনির থেকে একেবারে অপ্রত্যাশিত।

৫) এদিন চেন্নাইকে ছন্নছাড়া লেগেছে। টিমটাকে একেবারেই গোছানো মনে হয়নি। সেটা ব্যাটিং লাইনআপ থেকে শুরু করে বোলিং পরিবর্তন বা প্লেয়ারদের পারফরম্যান্স, সবেতেই আত্মবিশ্বাসের অভাব ছিল। সেখানে দিল্লি ক্যাপিটালস যেন শুরু থেকেই টগবগ করে ফুটছিল। এ ছাড়াও বলা হয়ে থাকে, ওয়াংখেড়েতে পরে ব্যাট করে যে দল, তারাই জেতে। ২০১১ বিশ্বকাপ ফাইনালে ভারত কিন্তু পরে ব্যাট করেছিল। এ দিন টসে জিতে দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত ফিল্ডিংয়ের সিদ্ধান্তই নিয়েছিলেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.