আইপিএলের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারার দায় বোলারদের উপরই চাপালেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দিল্লির কাছে ৭ উইকেটে হারে তারা। ওপেন করতে নামা শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ' জুটিকে ভাঙতে রীতিমতো নাজেহাল হতে হয় চেন্নাইকে। পৃথ্বী শ'কে যখন ফেরানো হল, ততক্ষণে জয়ের জন্য দিল্লি মজবুত ভিত গড়ে ফেলেছে।
হারের ব্যাখ্যা দিতে গিয়ে ধোনি বলেন, ‘বোলারদের কার্যকারিতা কম ছিল। তারা এমন বল করছিল যেগুলি ব্যাটসম্যানদের পক্ষে বাউন্ডারির বাইরে পাঠানো সহজ হচ্ছিল। তবে এই ম্যাচ থেকে বোলররা শিক্ষা নিয়েছে। আশা করি পরের ম্যাচগুলিতে এই শিক্ষা কাজে লাগাবে।’ এর সঙ্গেই ধোনি জানিয়ে দেন, ব্যাটসম্যানরা নিজেদের কাজটা ঠিক মতোই করেছিলেন। তিনি বলেন, ‘শুরু থেকেই শিশির পড়া নিয়ে আমাদের একটা ভাবনা কাজ করছিল। তাই যতটা বেশি সম্ভব রান তুলতে চেয়েছিলাম। ব্যাটসম্যানরা ভাল খেলেছে। ১৮৮ রান করেছে তারা। ৫০ মিনিট পর থকে শিশির নিয়ে সমস্যা শুরু হয়। তবে আমরা আর একটু ভাল বল করতে পারতাম। তাতে যদি ওরা মাঠের বাইরেও বল পাঠাত, মেনে নেওয়া যেত। ’
এরই সঙ্গে সিএসকে অধিনায়ক আবার মনে করেন, এই শিশির ভেজা পিচে আরও ১৫-২০ রান বেশি করতে পারলে হয়তো দিল্লিকে সমস্যায় ফেলা যেত। তিনি বলেনও, ‘আমরা যদি আরও ১৫-২০ রান বেশি করতাম ভাল হত। এই পিচে যদি শিশির ফ্যাক্টর হয়, সে ক্ষেত্রে ২০০ রান আমাদের জন্য নিরাপদ হতে পারত।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।