বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: অধিনায়ক মর্গ্যানকে নিয়ে বিস্ফোরক কুলদীপ যাদব, কেকেআর শিবিরে অশান্তির কালো মেঘ

IPL 2021: অধিনায়ক মর্গ্যানকে নিয়ে বিস্ফোরক কুলদীপ যাদব, কেকেআর শিবিরে অশান্তির কালো মেঘ

কুলদীপ যাদব ও ইয়ন মর্গ্যান (ছবি:আইপিএল)

কলকাতা নাইট রাইডার্স শিবিরে অশান্তির আঁচ। অধিনায়ক ইয়ন মর্গ্যানকে নিয়ে প্রশ্ন তুললেন কুলদীপ যাদব। হঠাৎই বিস্ফোরক দলের এই স্পিনার। এ বারের আইপিএল-এ একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি কুলদীপ। জানেনও না, আদৌ দ্বিতীয় পর্বে সুযোগ পাবেন কিনা।

কলকাতা নাইট রাইডার্স শিবিরে অশান্তির আঁচ। অধিনায়ক ইয়ন মর্গ্যানকে নিয়ে প্রশ্ন তুললেন কুলদীপ যাদব। হঠাৎই বিস্ফোরক দলের এই স্পিনার। এ বারের আইপিএল-এ একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি কুলদীপ। জানেনও না, আদৌ দ্বিতীয় পর্বে সুযোগ পাবেন কিনা। দ্বিতীয় পর্বের আইপিএল শুরু হওয়ার আগেই অশান্তির কালো মেঘ ঘিরে ধরেছে শাহরুখের দলে। কুলদীপের বক্তব্য, দলে অধিনায়কের দিক থেকে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগের কোনও ব্যাপার নেই। 

কুলদীপের সন্দেহ, ক্রিকেটার হিসেবে তিনি কেমন, সে সম্পর্কে মর্গ্যানের আদৌ কোনও ধারণা আছে কিনা। তিনি বলেন, ‘জানি না মর্গ্যান আমাকে কী চোখে দেখে। বিদেশি কেউ অধিনায়ক হলে যোগাযোগের অভাবটা আরও বাড়ে। ভারতীয় কেউ অধিনায়ক হলে সরাসরি তাকে গিয়ে জিজ্ঞেস করা যায়, কেন বাদ দেওয়া হয়েছে। যেমন রোহিত শর্মা যদি অধিনায়ক হয়, ওকে অনায়াসে প্রশ্ন করা যায়। কিন্তু এখানে এটা হয় না।’

নাইট রাইডার্সে বিদেশি অধিনায়ক থাকায় কাজটা বেশি কঠিন হয়েছে বলে মনে করছেন কুলদীপ। বলেন, ‘আইপিএল মানে টিম ম্যানেজমেন্ট মাত্র দু’ মাসের জন্য একটা পরিকল্পনা নিয়ে আসে। এতে কাজটা আরও কঠিন হয়ে যায়। ভারতীয় দলে বাদ পড়লে সেটা জানানো হয়, সেটা নিয়ে সংশ্লিষ্ট প্লেয়ারের সঙ্গে কথা বলা হয়। কিন্তু আইপিএল-এ সে সব হয় না। এখানে আমাকে বাদ দেওয়া নিয়ে কেউ কোনও ব্যাখ্যা দেয়নি। আমার খুব খারাপ লেগেছে। মনে হয়েছে, আমার উপর এদের কোনও বিশ্বাস, আস্থা নেই। হাতে অনেক প্লেয়ার থাকলে এরকম হয়। কেকেআর দলে এখন অনেক স্পিনার।’

আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেলে এই চায়নাম্যান স্পিনার বলেন, ‘যদি কোচ বা অধিনায়কের সঙ্গে অনেক দিন ধরে কাজ করার সুযোগ পাওয়া যায়, তাহলে সুবিধে হয়। তারাও আমাদের বুঝতে পারে। কিন্তু যদি কোনও যোগাযোগ না থাকে, তাহলে ব্যাপারটা খুব কঠিন হয়ে যায়। মাঝে মাঝে তো বোঝাই যায় না, দল আমার থেকে কী চাইছে, আমি আদৌ খেলার সুযোগ পাব কিনা।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা আসন্ন নতুন বাংলা বছর ১৪৩০, নাকি ১৪৩১? পয়লা বৈশাখ কবে? রইল নববর্ষের খুঁটিনাটি কাকলির প্রচারে ‘থিম সং’, বানালো তৃণমূল ছাত্র পরিষদ আগে শুধু লেগে মারতাম তারপর...-কীভাবে বোলারদের ত্রাস হয়ে উঠেছেন, জানালেন হেড

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.