বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: SRH ম্যাচে মহেন্দ্র সিং ধোনির কান্ডে অবাক দর্শকমহল

IPL 2021: SRH ম্যাচে মহেন্দ্র সিং ধোনির কান্ডে অবাক দর্শকমহল

মহেন্দ্র সিং ধোনি। ছবি-আইপিএল।

নয় বল ও সাত উইকেট হাতে নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সহজেই ম্যাচ নিজেদের নামে করে চেন্নাই সুপার কিংস। তবে ম্যাচের মধ্যে মহেন্দ্র সিং ধোনিকে ঘিরে এক ঘটনা বিশেষভাবে নজর কেড়েছে দর্শকদের।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মরশুমের টানা পঞ্চম ম্যাচ জিতে লিগ তালিকায় শীর্ষে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। নয় বল ও সাত উইকেট হাতে নিয়ে সহজেই ম্যাচ নিজেদের নামে করে চেন্নাই। তবে ম্যাচের মধ্যে ধোনিকে ঘিরে এক ঘটনা বিশেষভাবে নজর কেড়েছে দর্শকদের। 

বিশ্বক্রিকেটে ব্যাটসম্যান ধোনির পাশাপাশি উইকেটরক্ষক ধোনিরও জুড়ি মেলা ভার। আইপিএল ইতিহাসে ১৫০-র ওপর উইকেট শিকারের কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে। তবে সানরাইজার্স ম্যাচে দর্শকমহল সাক্ষী থাকল এক অভাবনীয় ঘটনার। ম্যাচের দ্বিতীয় বলেই শূন্যে ব্যাট করা জনি বেয়ারস্টোর ক্যাচ ভূমিস্থ করেন ধোনি। লেগ স্টাপের বল বোয়ারস্টোর ব্যাটে আলতো ছোঁয়া লেগে চলে যায় উইকেটের পিছনে। ধোনি লাফিয়ে সঠিক জায়গায় পৌঁছে গেলেও বল ধরতে ব্যর্থ হন। আম্পায়ার লেগ বাইয়ের বদলে রানের সংকেত দিলে নিজের ভুল বুঝতে পারেন ধোনি। 

ধোনির এই কান্ড দেখেই অবাক দর্শকমহল সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিস্ময় প্রকাশ করেন। কেউ বলেন, ‘আমি জানি না ধোনিকে শেষবার কবে আমি ক্যাচ মিস করতে দেখেছি’, কেউ বলেন, ‘পৃথিবীতে আর কিছু দেখার বাকি নেই’, তো আবার অনেকে ফর্মে থাকা বেয়ারস্টোর ক্যাচ মিস করাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ব্যাট হাতে এ মরশুমে এখনও জ্বলে উঠতে ব্যর্থ ধোনি। এরপর এমন ক্যাচ মিস যে সিএসকে দলকে চিন্তায় রাখবে তা বলার অপেক্ষ রাখে না। তবে ক্যাচ মিসের খেসারত দিতে হয়নি হলুদ ব্রিগেডকে। মাত্র সাত রানের মাথায় বেয়ারস্টোকে সাজঘরে ফেরান স্যাম কারান। বয়স ও অবসরের পর দীর্ঘদিন ম্যাচ না খেলার প্রভাব কি তাহলে এ বার ধোনির ওপরও ধাবা বসাচ্ছে?

ব্যাট হাতে এ মরশুমে এখনও জ্বলে উঠতে ব্যর্থ ধোনি। এরপর এমন ক্যাচ মিস যে সিএসকে দলকে চিন্তায় রাখবে তা বলার অপেক্ষ রাখে না। তবে ক্যাচ মিসের খেসারত দিতে হয়নি হলুদ ব্রিগেডকে। মাত্র সাত রানের মাথায় বেয়ারস্টোকে সাজঘরে ফেরান স্যাম কারান। বয়স ও অবসরের পর দীর্ঘদিন ম্যাচ না খেলার প্রভাব কি তাহলে এ বার ধোনির ওপরও ধাবা বসাচ্ছে?

বন্ধ করুন