বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ওয়ার্কলোড কমাতে আমাকে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিতেই হত: বিরাট কোহলি

ওয়ার্কলোড কমাতে আমাকে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিতেই হত: বিরাট কোহলি

আরসিবিকে আর নেতৃত্ব দেবেন না কোহলি। ছবি- টুইটার।

শুধু আরসিবির নয়, বরং টি-২০ বিশ্বকাপের পর সংক্ষিপ্ত ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার ক্যাপ্টন্সিও ছেড়ে দেবেন কোহলি। 

শুভব্রত মুখার্জি

ইংল্যান্ড সফরের পরেই বিরাট কোহলি ঘোষণা করেছিলেন টি-২০ বিশ্বকাপ শেষ হলে তার পরেই তিনি ভারতের টি-২০ ফর্ম্যাটের অধিনায়কত্ব ছাড়বেন। তার কয়েকদিনের মধ্যেই তিনি ঘোষণা করেন এই মরশুমের শেষে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্বও ছাড়বেন। বিষয়টি নিয়ে এতদিন পরে মুখ খুললেন বিরাট কোহলি। জানিয়ে দিলেন নিজের উপর ওয়ার্কলোড কমাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে কোনও একদিন এই সিদ্ধান্ত নিতেই হতো। তাই এই সময়কেই তিনি সঠিক সময় হিসেবে বেছে নিয়েছেন। কারণ, কোনও পদ আঁকড়ে থাকার মানুষ তিনি নন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ভারতের জাতীয় দলের নেতৃত্ব থেকে বিরাট কোহলিকে সরানোর দাবি উঠছিল। তারপরেই কার্যত বিরাট এই সিদ্ধান্ত নিয়ে নেন। ফলে আসন্ন টি-২০ বিশ্বকাপ অধিনায়ক হিসেবে বিরাটের শেষ বিশ্বকাপ এবং আরসিবি অধিনায়ক হিসেবেও এটাই তার শেষ আইপিএল।

অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে টেস্ট সিরিজে তাঁর রেকর্ড ঈর্ষনীয় হলেও সংক্ষিপ্ত ফর্ম্যাটে সেইভাবে সাফল্য আসেনি। ২০১৯ সালের পর থেকে তাঁর ব্যাট থেকে কোনও আন্তর্জাতিক শতরান আসেনি। ফলে তাঁর উপরও চাপ বেড়েছে। আইপিএলের অফিসিয়াল ব্রডকাস্টারদের দেওয়া সাক্ষাৎকারে কোহলি জানান, 'কাজের চাপ বিষয়টা মাথায় রাখতে হয়। তাছাড়া যে দায়িত্ব সেটা পালনে আমি কোনও অসততা দেখাতে চাইনি। যদি কোনো কিছুতে ১২০ শতাংশ দিতে না পারি, তাহলে সেটা আঁকড়ে থাকার মানুষ আমি নই। জোর করে কোনো কিছু করার লোক আমি না। এই ব্যাপারে সবসময় আমি পরিষ্কার।'

উল্লেখ্য ২০১৩ সালে ড্যানিয়েল ভেত্তোরি আরসিবির অধিনায়কত্ব ছাড়ার পরেই দায়িত্ব নিয়েছিলেন বিরাট। তার নেতৃত্বে আইপিএলে এখনও পর্যন্ত ব্যাঙ্গালোর কোনও শিরোপা জিততে পারেনি। তিনি আরও যোগ করেন, 'একটা সময় আমাকে আমার ওয়ার্কলোডকে ম্যানেজ করতেই হত। আমার পক্ষে ভারতের হয়ে সব ফর্ম্যাটে অধিনায়কত্বের দায়িত্ব সামলানোর পাশাপাশি ব্যাটিং করে যাওয়াটা কঠিন হয়ে উঠছিল। একজন ব্যাটার হিসেবে তোমাকে মাথায় রাখতেই হবে যেন তুমি তোমার দলকে তোমার সেরাটা উপহার দাও।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ? হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, এরই মধ্যে দক্ষিণবঙ্গে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া ৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন… কোরি অ্যান্ডারসনের সঙ্গে আমেরিকার জাতীয় দলে দুই 'ভারতীয়', জায়গা হল না উন্মুক্তের ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.