শনিবার ইংল্যান্ড থেকে চাটার্ড বিমানে আবু ধাবিতে এসে পৌঁছান রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ এবং সূর্যকুমার যাদব। ছ'দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে ক্রিকেটার এবং তাঁদের সঙ্গে আসা পরিবারের সদস্যদেরও। বুমরাহর সঙ্গে তাঁর স্ত্রী সঞ্জনা গণেশনও রয়েছেন কোয়ারেন্টাইনে। কেমন কাটছে তাঁদের কোয়ারেন্টাইন?
টুইটারে জসপ্রীত বুমরাহ একটি ছবি দিয়েছেন, সেখানে এই দম্পতিকে খোশমেজাজেই পাওয়া গিয়েছে। ক্যাপশনে বুমরাহ লিখেছেন, ‘হ্যালো ফ্রম আস ইন কোয়ারেন্টাইন’।
শনিবার ইংল্যান্ড থেকে চাটার্ড বিমানে আবু ধাবিতে এসে পৌঁছান রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ এবং সূর্যকুমার যাদব। ছ'দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে ক্রিকেটার এবং তাঁদের সঙ্গে আসা পরিবারের সদস্যদেরও। বুমরাহর সঙ্গে তাঁর স্ত্রী সঞ্জনা গণেশনও রয়েছেন কোয়ারেন্টাইনে। কেমন কাটছে তাঁদের কোয়ারেন্টাইন?
টুইটারে জসপ্রীত বুমরাহ একটি ছবি দিয়েছেন, সেখানে এই দম্পতিকে খোশমেজাজেই পাওয়া গিয়েছে। ক্যাপশনে বুমরাহ লিখেছেন, ‘হ্যালে ফ্রম আস ইন কোয়ারেন্টাইন’।|#+|
সঞ্জনাও একই ধরনের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি মজা করে লিখেছেন, ‘পরিষ্কারই বোঝা যাচ্ছে, আমাদের মধ্যে একজন একটু বেশি কোয়ারেন্টাইন উপভোগ করছে।’ টানা ম্যাচ খেলে ক্লান্ত বুমরাহ যে কোয়ারেন্টাইনটা উপভোগ করছেন, সেটাই বোঝাতে চেয়েছেন সঞ্জনা।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বুমরাহ দুরন্ত ছন্দে ছিলেন। তাঁর পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। এ বার আইপিএলেও নিজের সেরাটা দিয়ে মুম্বইকে চ্যাম্পিয়ন করতে মুখিয়ে থাকবেন তিনি। এই বার বুমরাহদের সামনে বড় লক্ষ্য। নতুন ইতিহাস রচনার করার। এই বছর আইপিএল চ্যাম্পিয়ন হলে টানা তিন বার ট্রফি জয়ের স্বাদ পাবে মুম্বই ইন্ডিয়ান্স। এই রেকর্ড আইপিএলের আর কোনও টিমের নেই। সেই লক্ষ্যেই প্রস্তুত হচ্ছে মুম্বইয়ের দলটি। প্রসঙ্গত, মুম্বই ইতিমধ্যে সবেচেয়ে বেশি বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। মোট পাঁচ বার তারা ট্রফি জয়ের স্বাদ পেয়েছে।
এ বার এখনও পর্যন্ত সাত ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে মুম্বই। বাকি তিনটি ম্যাচ হেরেছে তারা। ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ৪ নম্বরে রয়েছে রোহিতের দল। তাদের প্রথম লক্ষ্য প্লে অফে জায়গা পাকা করা। তার পর চ্যাম্পিয়ন হওয়ার লড়াই-এ ঝাঁপাবে আমচি মুম্বই। ১৯ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ রয়েছে রোহিত শর্মার দলের।