বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: নাইটদের হারিয়ে ড্রেসিংরুমে ফিরে কী করলেন ম্যাক্সওয়েলরা? দেখুন ভিডিয়ো

IPL 2021: নাইটদের হারিয়ে ড্রেসিংরুমে ফিরে কী করলেন ম্যাক্সওয়েলরা? দেখুন ভিডিয়ো

বিরাট ব্রিগেড। ছবি: পিটিআই

রবিবারের জয়ের পর আরসিবি-র তরফেই ড্রেসিংরুমের ছবি শেয়ার করা হয়েছে। সেখানে ক্রিকেটারদের খোলামেলা মেজাজে পাওয়া গিয়েছে। তবে পরের ম্যাচের ভাবনা কিন্তু এখন থেকেই গোটা টিমের মাথায় রয়েছে।

আইপিএলের শুরুতেই পর পর তিন ম্য়াচে জিতে নতুন রেকর্ড গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এর আগে কখনও টুর্নামেন্টের শুরুতে পরপর তিন ম্যাচে তারা জয় পায়নি। রবিবার তারা পৌঁছে গেল শীর্ষে। স্বাভাবিক ভাবেই কলকাতা নাইট রাইডার্সকে হারানোর পর উচ্ছ্বাসের জোয়ারে ভাসল আরসিবি। ড্রেসিংরুমও সেই উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়ল।

রবিবারের জয়ের পর আরসিবি-র তরফেই ড্রেসিংরুমের ছবি শেয়ার করা হয়েছে। সেখানে ক্রিকেটারদের খোলামেলা মেজাজে পাওয়া গিয়েছে। তবে পরের ম্যাচের ভাবনা কিন্তু এখন থেকেই গোটা টিমের মাথায় রয়েছে। এবি ডি'ভিলিয়ার্স যেমন বলছিলেন, ‘এই ম্যাচে জয় পাওয়াটা বড় বিষয়। রাতে সেলিব্রেটও করব। তবে মনে রাখতে হবে, আরও একটি বড় ম্যাচ কিছুদিনের মধ্যেই আমাদের খেলতে হবে মুম্বইয়ে।’ এর আগে অবশ্য পরিবারের ছবি মোবাইলে দেখে একটু হলেও নস্ট্যাজিক হয়ে পড়েছিলেন ডি'ভিলিয়ার্স। বলছিলেন, তাঁর ছেলেরা এখন ক্রিকেট খেলা বুঝতে শিখেছে। তাদের বাবা যে খেলে, সেটা বোঝে। এটা ভেবেই প্রোটিয়া তারকা ক্রিকেটার খুব আনন্দ পান।

দলের হেড কোচ সাইমন কাটিচ এবং সঞ্জয় বাঙ্গার আবার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন গ্লেন ম্যাক্সওয়েল এবং এবি ডি'ভিলিয়ার্সের। সাইমন কাটিচ বলেছেন।, ‘দু' উইকেট পড়ে যাওয়ার পর ম্যাক্সওয়েল যে চাপের মধ্যে খেলেছে, সেটা অসাধারণ। ম্যাক্সওয়েল এবং পাড্ডিকলের (দেবদূত) পার্টনারশিপ গুরুত্বপূর্ণ ছিল। ম্যাক্সওয়েল কেকেআর-কে চাপে ফেলে দিয়েছিল। এবি ডি'ভিলিয়ার্স একজন অসাধারণ ক্রিকেটার।’

রবিবার টসে জিতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আরসিবি। গ্লেন ম্যাক্সওয়েল (৪৯ বলে ৭৮) এবং এবি ডি'ভিলায়ার্সের (৩৪ বলে ৭৬) সৌজন্যে রানের (২০৪) পাহাড় গড়ে ব্যাঙ্গালোর। ২০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রানেই শেষ হয়ে যায় কলকাতার ইনিংস। ৩৮ রানে ম্যাচ পকেটে পুড়ে ফেলে বিরাটের দল। ব্যাঙ্গালোর পরের ম্যাচগুলি মুম্বইয়ে খেলবে। ২২ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্সের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.