আইপিএলের লাস্টবয় সানরাইজার্স হায়দরাবাদ সোমবার (২৭ সেপ্টেম্বর) রাজস্থান রয়্যালসকে হারিয়ে অবশেষে জয়ের সরণীতে ফিরেছে। রাজস্থানের বিরুদ্ধে ১৬৫ রান তাড়া করে দলকে জেতানোর কারিগর ইংল্যান্ড তারকা জেসন রয়। সানরাইজার্স জার্সি গায়ে প্রথম সুযোগেই নিজের জাত চিনিয়েছেন এই ওপেনার।
রাজস্থানের বিরুদ্ধে ৪২ বলে ৬০ রান করেন জেসন। এটি আইপিএলে তাঁর দ্বিতীয় অর্ধশতরান হলেও সানরাইজার্সের হয়ে এই ম্যাচেই অভিষেক ঘটানো ইংলিশ তারকার নিজামের শহরের ফ্রাঞ্চাইজির হয়ে এটিই প্রথম অর্ধশতরান। জেসনের আউট হওয়ার পর ক্রিজে শেষ পর্যন্ত টিকে থেকে অর্ধশতরান করে সানরাইজার্সের জয় সুনিশ্চিত করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। সানরাইজার্স জেতায় ম্যাচের সেরা নির্বাচিত হন জেসন রয়।
অভিষেকেই দুরন্ত ইনিংসের সুবাদে দ্বিতীয় সানরাইজার্স ক্রিকেটার হিসাবে এক অনন্য নজির গড়লেন ইংলিশ ওপেনার। এর আগে শুধুমাত্র অমিত মিশ্র ২০১৩ সাল সানরাইজার্স ফ্রাঞ্চাইজির হয়ে নিজের প্রথম ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। তার আট বছর পর জেসন দ্বিতীয় সানরাইজার্স ক্রিকেটার হিসাবে ম্যাচ সেরা হলেন। জেসনের ফর্মে নিঃসন্দেহে সানরাইজার্স স্বস্তির নিঃশ্বাস ফেলবে। তবে তাঁর সাফল্যে দলের প্রাক্তন অধিনায়ক ডেভিড ওয়ার্নারের কেরিয়ার নিয়ে বড় রকমের প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল। সম্ভবত, সানরাইজার্স জার্সি গায়ে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন ওয়ার্নার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।