বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: ধন্যবাদ ডু'প্লেসি! কটাক্ষের সুরে CSK তারকাকে বিঁধলেন পোলার্ড

IPL 2021: ধন্যবাদ ডু'প্লেসি! কটাক্ষের সুরে CSK তারকাকে বিঁধলেন পোলার্ড

কায়রন পোলার্ড। ছবি- এএনআই।

তবে ইনিংসের শেষে টি টিয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশার হলেও এবি ডি'ভিলিয়র্সের মত নিজেকে ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান মানতে নারাজ ৬ ফুট ৬ ইঞ্চির অলরাউন্ডার।

এ মরশুমের চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে দর্শকদের মনে। কায়রন পোলার্ডের ঐতিহাসিক ৩৪ বলে ৮৭ রানের সুবাদে হারের মুখ থেকে জয় ছিনিয়ে নেয় মুম্বই। বিশালাকার ওয়েস্ট ইন্ডিয়ানের ঝড়ে রাজধানীতে কার্যত উড়ে যায় চেন্নাই সুপার কিংস।

তবে ম্যাচের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন হতেই পারত। ম্যাচের ১৮তম ওভারে ৭০ রানে ব্যাট করা পোলার্ডের ক্যাচ ভূমিস্থ করেন ফ্যাফ ডু'প্লেসি। চেন্নাই দলের সেরা ফিল্ডারদের মধ্যে অন্যতম হলেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক। তবে এক্ষেত্রে তিনি বল ধরতে ব্যর্থ হন। তার খেসারত সিএসকেকে ম্যাচ খুইয়ে দিতে হয়। ম্যাচের শেষ বলে জয় সুনিশ্চিত করেন পোলার্ড। এরপরেই খানিক কটাক্ষের সুরে পোলার্ড বলেন, ‘আমি ভাগ্যবান যে ডু'প্লেসি আমার ক্যাচ ফেলে দেয়।’

তবে ইনিংসের শেষে টি-টিয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশার হলেও এবি ডি'ভিলিয়র্সের মত নিজেকে ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান মানতে নারাজ ৬ ফুট ৬ ইঞ্চির অলরাউন্ডার। তিনি বলেন, ‘ছোট মাঠে ওদের বোলিংয়ে (রবীন্দ্র) জাদেজার চার ওভারের স্পিন ছিল। ম্যাচ জিততে স্পিনের বিরুদ্ধে যথাসম্ভব রান তোলার চেষ্টায় ছিলাম আমি। তবে নিজেকে ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান বলতে পারি না। বর্তমানে মাঠের বিভিন্ন কোণগুলিকে আমি কাজে লাগানোরই চেষ্টা করছি।’

বন্ধ করুন