চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২৭ রানে হেরে নিজেদের তৃতীয় আইপিএল খেতাব জেতার সুযোগ হাতছাড়া করেছে কলকাতা নাইট রাইডার্স। ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গোটা মরশুমের মতো ফাইনালেও ফের একবার কেকেআর মিডল অর্ডারের ব্যর্থতা স্পষ্টভাবেই চোখে পড়ে। ম্যাচ হারার পর কয়েক মহল থেকে প্রশ্ন উঠছে আন্দ্রে রাসেল থাকলে কি ম্যাচের ফল অন্য হতে পারত?
রাসেল সিএসকের বিরুদ্ধেই গ্রুপ পর্বের ম্যাচে চোটগ্রস্ত হন। তারপর চোট সারিয়ে অনুশীলনে ফিরলেও কেকেআর নাগাড়ে জেতায় উইনিং কম্বিনেশন না ভেঙে ‘দ্রে রাস’কে বাদ দিয়েই ফাইনালে নামে নাইট বাহিনী। ডেথ ওভারে বল করতে পটু রাসেল থাকলে সিএসকের রানে কি তিনি অঙ্কুশ লাগাতে পারতেন, বা ব্যাটে ঝড় তুলে নাইটদের খেতাব জেতাতে পারতেন, এই প্রশ্ন এখন অনেকের মনেই বিদ্যমান। তবে হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ার পর রাসেল সম্পূর্ণ ফিট হওয়ার চেষ্টা করলেও, ফাইনালে তাকে খেলানো বিশাল বড় ঝুঁকি হয়ে যেত বলেই দাবি করছেন নাইট কোচ ব্রেন্ডন ম্যাকালাম।
ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে ম্যাকালাম জানান, ‘মরশুমের মাঝে আন্দ্রের হ্যামস্ট্রিং ছিঁড়ে যায়। ও ফিট হয়ে মাঠে নামার জন্য ভীষণ পরিশ্রম করেছিল। তবে তা সত্ত্বেও ওকে খেলানো বড় ঝুঁকি ছিল এবং ফাইনাল ম্যাচে আমার মনে হয়েছে এত বড় ঝুঁকি নেওয়া উচিত নয়। রাহুল ত্রিপাঠীরও হ্যামস্ট্রিংয়ে চোট লাগে। হ্যামস্ট্রিংয়ের চোটের ক্ষেত্রে এটাই সমস্যা। সম্পূর্ণ সেই চোট থেকে কেউ সুস্থ হয়েছে কি না, তা পুরোপুরি বোঝা যায় না। সবসময়ই ঝুঁকি থেকেই যায়।’:
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।