বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: প্রথম ম্যাচের পর কাদের নিয়ে ঘোরে রয়েছেন RCB অধিনায়ক?

IPL 2021: প্রথম ম্যাচের পর কাদের নিয়ে ঘোরে রয়েছেন RCB অধিনায়ক?

রোহিত শর্মাকে রান আউটের পর চাহাল আর কোহলির উচ্ছ্বাস। ছবি: পিটিআই (PTI)

প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলের শুরুতেই অক্সিজেন পেয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এ বার তাঁদের লক্ষ্য হায়দরাবাদ।

প্রথম ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই। শেষ বলে ম্যাচ জিতে উচ্ছ্বসিত বিরাট কোহলি। তিনি হর্ষল প্যাটেল, গ্লেন ম্যাক্সওয়েল এবং এবি ডি'ভিলিয়ার্সের পারফরম্যান্সে একেবারে মজে রয়েছেন। চিপকের মাঠে পরে ব্যাট করে জয় পাওয়াটা সহজ ছিল না। প্রথমে বল হাতে বিধ্বংসী মেজাজে মুম্বইকে ১৫৯ রানে আটকে দেন হর্ষল। পরে গ্লেন ম্যাক্সওয়েল এবং ডি'ভিলিয়ার্সের ব্যাটিং জয়ের দিকে এগিয়ে নিয়ে যায় আরসিবি-কে।

মুম্বইয়ের বিরুদ্ধে হর্ষল মোট ৫ উইকেট নিয়েছেন। শেষ ওভারেই তিন উইকেট নেন তিনি। ২০তম ওভারে প্রথম দুই বলেই উইকেট পান হর্ষল। তবে হ্যাটট্রিকের সুযোগ খুব অল্পের জন্য নষ্ট করেন। চতুর্থ বলে ফের উইকেট নিয়ে মুম্বইয়ের ব্যাটিং লাইন-আপে কাঁপুনি লাগিয়ে দেন। শেষ ওভারে মাত্র ১রান দেন হর্ষল। এই ওভারে একটি রান আউটও হয়। হর্ষলকে নিয়ে কথা বলার সময়ে আরসিবি অধিনায়কের গলায় উচ্ছ্বাস ছিল স্পষ্ট। বলেছেন, ‘ডেথ ওভারে বোলিংয়ের ক্ষেত্রে হর্ষল আমার বড় অস্ত্র হতে চলেছে। অধিনায়কের চাহিদা অনুযায়ী নিজের দায়িত্ব খুব ভাল ভাবে পালন করেছে ও। হর্ষল কিন্তু ফ্লুকে কোনও উইকেট পায়নি। পরিকল্পনা করে ফিল্ডিং সাজিয়েই বল করেছে। যাতে ব্যাটসম্যানরা শট খেলতে গেলেই ক্যাচ আউট হয়।’

এবি ডি'ভিলিয়ার্স, যাঁকে ছাড়া প্রথম ম্যাচ জেতা অসম্ভব ছিল, তাঁর প্রশংসায় বিরাট পঞ্চমুখ। ২৭ বলে ৪৮ রান করে আরসিবি-র জয়ের ভিত গড়ে দিয়েছিলেন ডি'ভিলিয়ার্সই। বিরাট বলছিলেন, ‘আমাদের দলের ব্যাটিং গভীরতা রয়েছে। সেটাকেই কাজে লাগাতে চেয়েছি। আর এবি সম্ভবত একমাত্র ক্রিকেটার, যার মধ্যে এত বৈচিত্র্য রয়েছে। ধীর গতির পিচে কী ভাবে ম্যাচ জেতানো ইনিংস খেলতে হয়, সেটা ওর থেকে ভাল কেউ জানে না।’ ডি'ভিলিয়ার্স আবার বলেছেন, ‘এই পিচে যে রান তোলা সহজ হবে না, সেটা খেলার মাঝামাঝি সময়েই বুঝে গিয়েছিলাম। আমাদের চাপে ফেলতে মুম্বইয়ের বোলাররা কিন্তু দারুণ লড়াই করেছে।’

আইপিএলে ভাল পারফরম্যান্স নেই বলে সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েলকে। তবে বেঙ্গালুরুর হয়ে প্রথম ম্যাচে তাঁকে জ্বলে উঠতে দেখা গিয়েছে। বিরাট কোহলির দাবি, ম্যাক্সওয়েলই আসল ‘গেম চেঞ্জার’। তিনি বলেছেন, ‘ম্যাক্সওয়েলকে চারে নামানোর সিদ্ধান্ত যে সঠিক ছিল, সেটা প্রমাণিত হয়ে গিয়েছে। ম্যাক্সওয়েল যাতে চালিয়ে না খেলে শুরুতে একটু ধাতস্থ হয়ে নেয়, সে কারণেই এবি-র আগে ওকে নামানো হয়েছিল। খুব তাড়াতাড়ি আমরা দু'উইকেট হারাই। সেই সময়ে কিন্তু দায়িত্বশীল ব্যাটিং করেছে ম্যাক্সি। ওর ১০-১৫টা বল খেলা দেখে নিশ্চয়ই বোঝা গিয়েছে আমার সিদ্ধান্তে কোনও ভুল ছিল না। ওর ইনিংসটাই গেম চেঞ্জার। মাঝের ওভারগুলিতে অসাধারণ ভাবে রান তোলার গতি বাড়িয়ে দিয়েছিল। এটা করা খুব সহজ ছিল না। ও আরও কিছুক্ষণ থাকলে আমরা অনেক আগেই ম্যাচটা জিতে যেতাম।’ 

আরসিবি-র পরের ম্যাচ ১৪ এপ্রিল। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের প্রথম ম্যাচ আবার রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest IPL News

বিশ্বকাপ ফাইনালে কীভাবে আউট হয়েছিলেন, গম্ভীরকে দেখালেন বিরাট? ফের তাজা হল ক্ষত ডেথ ওভারে নাইট বোলারদের রান দেওয়ার রোগ সারাতে, কোচের দাওয়াই ‘স্পট বোলিং’ কীভাবে বড় স্কোর তুলছে SRH? কামিন্সদের সাফল্যের কৌশল ফাঁস করলেন ট্র্যাভিস হেড রোহিত বা বোর্ড নয়, ইম্প্যাক্ট প্লেয়ার থাকবে কিনা,ঠিক করুক দর্শকরাই, মত পন্টিংয়ের IPL 2024: রোহিতের জন্য চিৎকার করছেন PBKS ক্যাপ্টেন! জেনে নিন ঘটনাটা আসলে কী? কেন উপরের দিকে ব্যাটিং করছেন না ধোনি! ফ্লেমিং-এর উত্তরে মন ভাঙবে মাহি ভক্তদের ‘বউও বলেনি যে আমার হাসিটা দারুণ’...কার কথায় একেবারে গলে গেলেন KKR মেন্টর গম্ভীর? ধোনি ভাই পাত্তা দিতে বারণ করেছে, সমালোচকদের কথা কানেই তোলেন না পন্ত! আশা করি বিশ্বকাপের দলে নির্বাচকরা ওকে ভুলে যাবে না, KKR তারকার হয়ে সওয়াল সঞ্জয়ের পেস বোলিংয়ের প্রফেসর:- বুমরাহর ভূয়সি প্রশংসা প্রাক্তন ক্যারিবিয়ান তারকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.