একই ফ্রেমে ‘থালা’ ধোনি ও ‘থালাপাতি’ বিজয়। এমন ছবি ভাইরাল হতে বিশেষ সময় লাগে নাকি! দুই সুপারস্টারের মুখোমুখি সাক্ষাতের মুহূর্ত স্বাভাবিকভাবেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটবিশ্বের কাছে সুপারস্টার হলেও সিএসকে অধিনায়ক হিসেবে চেন্নাইয়ের ঘরের ছেলে। অন্যদিকে তামিল অভিনেতা বিজয় দক্ষিণের সুপারস্টার। ধোনিকে যেমন সিএসকে অনুরাগীরা ‘থালা’ বলে সম্বোধন করেন, ঠিক তেমনই দক্ষিণে বিজয়কে ডাকা হয় 'থালাপাতি' বলে।
আইপিএলের জন্য আমিরশাহি রওনা হওয়ার আগে ধোনি এই মুহূর্তে চেন্নাইয়ে রয়েছেন। সেখানেই বিজয়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। দুই তারকার ছবি পোস্ট করা হয় সিএসকের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যদিও তার আগেই চেন্নাই সমর্থকরা সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলেন ধোনি ও বিজয়ের ছবিতে। বিজয়ের আগামী সিনেমা ‘বিস্ট’এর সেটে গিয়ে তারকা অভিনেতার সঙ্গে ধোনি দেখা করেন বলে শোনা যাচ্ছে।
১৯ সেপ্টেম্বর থেকে আমিরশাহিতে পুনরায় শুরু হবে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২১। তার আগে ১৩ অগস্ট চেন্নাই থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা সিএসকের। সেই উদ্দেশ্য সিএসকের ক্রিকেটাররা চেন্নাইয়ে একজোট হয়েছেন। গত মঙ্গলবারই ধোনি চেন্নাইয়ে পৌঁছে গিয়েছেন। সঙ্গে নিয়ে গিয়েছেন স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভাকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।