আইপিএল ২০২১-এর দ্বিতীয়ার্ধের জন্য আমিরশাহি পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস। শুত্রবারই চেন্নাই থেকে দুবাইয়ে রওনা হওয়ার কথা ছিল মহেন্দ্র সিং ধোনিদের। নির্ধারিত সুচী অনুযায়ীই দেশ ছাড়ে সিএসকে। চেন্নাই সুপার কিংস নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে দলের দেশ ছাড়া ও আমিরশাহি পৌঁছনোর কথা জানায়।
টুইটারে ক্রিকেটারদের বেশ কিছু ছবি ছাড়াও ৫৪ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে চেন্নাই, যার একেবারে শেষে রয়েছে চমক। ভিডিওতে আমিরশাহি পৌঁছে সতীর্থ দীপক চাহারের সঙ্গে মহেন্দ্র সিং ধোনিকে বিলিয়ার্ডস খেলতে দেখা যাচ্ছে।
ব্যাট হাতে হেলিকপ্টার শটের মতো অবাক করা সব স্কিলের উদাহরণ পেশ করেছেন ধোনি। এবার বিলিয়ার্ডস বোর্ডে চমকে দেওয়া স্কিল দেখালেন চেন্নাই দলনায়ক। শরীরের পিছন দিয়ে ধোনির নেওয়া শট অবাক করে চাহারকেও।
সিএসকের তরফে ক্রিকেটারদের দুবাইয়ে পৌঁছনোর বেশ কিছু ছবি পোস্ট করা হয়। কখনও পিপিই কিটে সুরেশ রায়নাদের দেখা গিয়েছে। আবার কোনওটায় সাক্ষী ও জিভাকেও দেখা যাচ্ছে বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে। সোশ্যাল মিডিয়ায় টিম হোটেলের ছবিও পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস।
১৯ সেপ্টেম্বর দুবাইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে পুনরায় আইপিএল ২০২১ অভিযান শুরু করবে চেন্নাই। ২৪ সেপ্টেম্বর শারজায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখেমুখি হবেন ধোনিরা। ২৬ ও ৩০ সেপ্টেম্বর যথাক্রমে আবু ধাবি ও শারজায় কেকেআর ও সানরাইজার্সের বিরুদ্ধে মাঠে নামবে চেন্নাই। তারা ২, ৪ ও ৭ অক্টোবের লিগের শেষ তিনটি ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালস (আবু ধাবি), দিল্লি ক্যাপিটালস (দুবাই) ও পঞ্জাব কিংয়ের (দুবাই) বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।