২০১৭ সালের আইপিএল ফাইনালে মাত্র ১ রানের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে গিয়েছিল রাইসিং পুণে সুপারজায়েন্ট। সেই দলের অধিনায়ক ছিলেন স্টিভ স্মিথ। তবে ফাইনালে পৌঁছানোর কৃতিত্ব একেবারেই স্মিথের ছিল না বলে দাবি করেছেন ওই দলেরই ক্রিকেটার রজত ভাটিয়া। তাঁর মতে এই কৃতিত্ব শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনির।
২০১৬ সালে ধোনিই আরপিএসের অধিনায়ক ছিলেন। কিন্তু সেই বছর সাত নম্বরে শেষ করেছিলে পুণের টিমটি। টিমকে প্লে অফে তুলতে না পারার জন্য ধোনিকে সরিয়ে স্টিভ স্মিথের হাতে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়। সে বারই ফাইনালে ওঠে রাইসিং পুণে সুপারজায়েন্ট। সেই দলেরই সদস্য ছিলেন রজত ভাটিয়া। তিনি অবশ্য এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ‘আপনি কখনওই ধোনি এবং স্টিভ স্মিথের তুলনা করতে পারেন না। আমার কাছে স্মিথ প্রথম দশ জন অধিনায়কের মধ্যেও আসেন না। ধোনির জন্যই আরপিএস ২০১৭-র আইপিএল ফাইনালে পৌঁছেছিল।’
ধোনির পাশাপাশি তিনি অধিনায়ক হিসেবে গৌতম গম্ভীরেরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। বলেছেন, ‘গৌতম গম্ভীরের অধিনায়কত্বে খেলতেও আমি খুব পছন্দ করি। তবে দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে তৃতীয় মরসুমে অধিনায়ক হন গম্ভীর। তখন ওর মধ্যে অভিজ্ঞতার অভাব ছিল। হয়তো প্রথম বার আইপিএলে অধিনায়কত্ব করছিলেন বলেই। পরে যখন দু'জনেই নাইট রাইডার্সে গেলাম, তখনও আমার কিছুটা দ্বিধা ছিল, আমি ওর অধিনায়কত্বে স্বচ্ছন্দ হব কি না, এই ভেবে। কিন্তু সেই সময়ে ও আমাকে প্রায়ই প্রথম একাদশে সুযোগ দিত। এবং বলত, ও আমাকে কতটা ভরসা করে এবং ও জানে কোন সময়ে আমাকে ব্যবহার করতে হবে। সে কারণেই হয়তো আমি ওর অধীনে খেলতে পছন্দ করতাম।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।