মুম্বই ইন্ডিয়ান্স এবছর স্কোয়াড থেকে ছেড়ে দেয় লসিথ মালিঙ্গাকে। শ্রীলঙ্কান তারকা আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত নেন ঠিক তার পরেই। নিলামে জিমি নিশামের মতো তারকা থেকে অনামী মারকো জানসেনকে দলে নিয়ে চমক দেয় মুম্বই। যদিও ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা অর্জুন তেন্ডুলকরকে নিলাম থেকে জালে তুলে যাবতীয় স্পটলাইট কেড়ে নেয় বাকিদের থেকে। আইপিএল ২০২১ শুরুর আগে দেখে নেওয়া যাক মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াড ও পূর্ণাঙ্গ ক্রীড়া সূচি।
মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড:-
ভারতীয় ক্রিকেটার: রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ, রাহুল চাহার, ইশান কিষান, ক্রুণাল পান্ডিয়া, ধাওয়াল কুলকার্নি, মহসীন খান, অনুকূল রয়, আদিত্য তারে, সৌরভ তিওয়ারি, জয়ন্ত যাদব, আনমোলপ্রীত সিং, পীযূষ চাওলা, যুধবীর চরক ও অর্জুন তেন্ডুলকর।
বিদেশি ক্রিকেটার: কায়রন পোলার্ড, ট্রেন্ট বোল্ট, কুইন্টন ডি'কক, ক্রিস লিন, অ্যাডাম মিলিন, ন্যাথন কুল্টার-নাইল, জিনি নিশাম ও মারকো জানসেন।
মুম্বই ইন্ডিয়ান্সের ক্রীড়া সূচি:-
৯ এপ্রিল: বনাম ব্যাঙ্গালোর (চেন্নাই, ৭.৩০)
১৩ এপ্রিল: বনাম কলকাতা (চেন্নাই, ৭.৩০)
১৭ এপ্রিল: বনাম হায়দরাবাদ (চেন্নাই, ৭.৩০)
২০ এপ্রিল: বনাম দিল্লি (চেন্নাই, ৭.৩০)
২৩ এপ্রিল: বনাম পঞ্জাব (চেন্নাই, ৭.৩০)
২৯ এপ্রিল: বনাম রাজস্থান (দিল্লি, ৩.৩০)
১ মে: বনাম চেন্নাই (দিল্লি, ৭.৩০)
৪ মে: বনাম হায়দরাবাদ (দিল্লি, ৭.৩০)
৮ মে: বনাম রাজস্থান (দিল্লি, ৭.৩০)
১০ মে: বনাম কলকাতা (বেঙ্গালুরু, ৭.৩০)
১৩ মে: বনাম পঞ্জাব (বেঙ্গালুরু, ৩.৩০)
১৬ মে: বনাম চেন্নাই (বেঙ্গালুরু, ৭.৩০)
২০ মে: বনাম ব্যাঙ্গালোর (কলকাতা, ৭.৩০)
২৩ মে: বনাম দিল্লি (কলকাতা, ৩.৩০)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।