বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: কী কারণে PBKS অধিনায়কের উপর ক্ষোভ উগড়ে দিলেন নেহরা?

IPL 2021: কী কারণে PBKS অধিনায়কের উপর ক্ষোভ উগড়ে দিলেন নেহরা?

আশিস নেহরা এবং কেএল রাহুল ও ঋষভ পন্ত।

রবিবার রাতে পঞ্জাব প্রথমে ব্যাট করে ১৯৫ রান করেও দিল্লি ক্যাপিটালসের কাছে ৬ উইকেটে হেরে যায়।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পঞ্জাব কিংস বোলারদের খারাপ পারফরম্যান্সের কারণ হিসেবে অধিনায়ক লোকেশ রাহুলের দিকেই আঙুল তুললেন আশিস নেহরা। রবিবার রাতে পঞ্জাব ১৯৫ রান করেও ম্যাচটি ৬ উইকেটে হেরে যায়।

ম্যাচের পর আশিস নেহরা পরিষ্কার বলে দেন, পঞ্জাব বোলারদের ঠিক করে ব্যবহারই করতে পারেনি। যার জন্যই ম্যাচটা তাদের হারতে হয়েছে। নেহরার মতে, ‘এই ফর্ম্যাটে ক্রিকেটাররা ভাল কিছু সব সময়েই করতে চায়। বল ভাল করতে চায়। ব্যাট ভাল করতে চায়। অসাধারণ ফিল্ডিংও করতে চায়। কিন্তু ভাল এবং খারাপ দিন থাকবেই। এটা খেলার স্বাভাবিক বিষয়। কিন্তু কিছু জিনিস যেগুলি তোমার নিজের হাতেই থাকে। অন্তত সেগুলি তুমি নিয়ন্ত্রণে রাখতে পারো।’

এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘নিজের গুরুত্বপূর্ণ বোলারদের প্রথমে আনা হচ্ছে না। ১০ ওভার পরে মেরিডিথ (রাইলি) বল করতে এসেছে। প্রথম ওভারেই স্টিভ স্মিথের উইকেট নিয়েছে ও। এমন কী সামিও (মহম্মদ) চার ওভার আলাদা আলাদা স্পেলে বল করেছে। শুরুতে আর্শদীপকে নিয়ে আসা হল। কিন্তু শুরুতে বা শেষে কী ভাবে তুমি গেমটা কন্ট্রোল করচে চাইছো? ’ নেহরা মনে করেন কোচ অনিল কুম্বলের সঙ্গে এ বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা উচিত রাহুলের। 

পঞ্জাবের অধিনায়ককে আরও তীব্র ভাষায় আক্রমণ করে নেহরা বলেছেন, ‘এই যদি বোলিংয়ের স্ট্র্যাটেজি হয়, সে ক্ষেত্রে কেএল-এরও ওপেন করার প্রয়োজন নেই। তার বদলে জলজ সাক্সেনা, সামি বা শাহরুখকে (খান) ওপেন করতে পাঠালেই হয়। তাই অধিনায়ক হিসেবে রাহুলের উচিত স্ট্র্যাটেজি নিয়ে অনিল কুম্বলের সঙ্গে বসে বিস্তারিত আলোচনা করা। এ দিনের (ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ) স্ট্র্যাটেজি তো আমি কিছুই বুঝতে পারিনি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন