কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় শোয়েব আখতার দাবি তুলেছিলেন আইপিএল বন্ধ করে দেওয়ার। ভারতে করোনা পরিস্থিতি যখন ভয়ঙ্কর রূপ নিয়েছে, তখন চোখ-কান বুজে টুর্নামেন্ট চালিয়ে যাওয়া উচিত নয় বলেই মত প্রকাশ করেছিলেন প্রাক্তন পাক তারকা।
আইপিএলের বায়ো-বাবলে শেষ পর্যন্ত করোনা হানা দেওয়ায় মাঝপথেই স্থগিত হয়ে যায় টুর্নামেন্ট। আইপিএল বন্ধ হয়ে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে আরও একবার বিসিসিআইকে একহাত নেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। তিনি প্রশ্ন তোলেন, একবছর টাকা না কামালে কী এমন ক্ষতি হয়ে যেত?
নিজের ইউটিউব চ্যানেলে আখতার বলেন, ‘সপ্তাহ দুয়ের আগে আমি যখন আইপিএল বন্ধ করার কথা বলেছিলাম, তার পিছনে একটা আবেগ ছিল। ভারতে এখন জাতীয় বিপর্যয় চলছে। প্রতিদিন ৪-৫ লক্ষ লোক করোনা আক্রান্ত হচ্ছেন। এটা টেস্ট রিপোর্ট দেখে জানা যাচ্ছে। কত লোক এর বাইরেও রয়েছেন, যাদের পরীক্ষ করা হয়নি। ১০-১২ হাজার লোক মারা যাচ্ছেন প্রতিদিন। এই অবস্থায় আইপিএলের তামাশা চালিয়ে যাওয়া উচিত নয়।’
আখতার আরও বলেন, ‘লোকে টাকা কামালে তাতে কোনও সমস্যা নেই। তবে ২০০৮ থেকে তো টাকা কামিয়ে আসছেন। একবছর টাকা না কামালে কী এমন ক্ষতি হয়ে যাবে? এত লোক মারা যাচ্ছে, তার মাঝে এমন তামাশা না চালালেই নয়?’