আইপিএল থেকে সরে দাঁড়ানোর পরই ভারতের জৈব সুরক্ষা বলয় নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। অস্ট্রেলিয়ার স্থানীয় একটি কাগজে সাক্ষাৎকার দেওয়া সময়ে জাম্পা বলেন, ‘আমরা বেশ কিছু জৈব সুরক্ষা বলয়ে থেকেছি। তাই বলতে কোনও দ্বিধা নেই, আমার দেখা সবচেয়ে খারাপ জৈব সুরক্ষা বলয় এটা। সব সময়ই বলা হত, সতর্ক থাকতে। ভারত বলেই বোধহয় এমন বলা হত।’
জৈব সুরক্ষা বলয় নিয়ে অনিশ্চয়তা থাকার কারণে আর ভারতে থাকার ঝুঁকি নিতে পারেনি এই অজি ক্রিকেটার। শুধু জাম্পা একা নন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলতে আসা আর এক অজি ক্রিকেটার কেন রিচার্ডসনও সরে দাঁড়িয়েছেন। তার আগে রাজস্থান রয়্যালসের অ্যান্ড্রু টাইও আইপিএল থেকে অব্যাহতি চেয়ে দেশে ফিরে গিয়েছেন। আসলে ভারতে করোনা পরিস্থিতি মারাত্মক আকার নিয়েছে। তার মধ্যে জৈব সুরক্ষা বলয় নিয়ে আশঙ্কিত হয়ে পড়েন অজি ক্রিকেটাররা।
কোনও রাখঢাক না করেই জাম্পা বলছিলেন, ‘ছ’মাস আগে দুবাইয়ে যে জৈব সুরক্ষা বলয় ছিল, সেখানে কখনও আশঙ্কা কাজ করেনি। ওটা অনেক বেশি নিরাপদ ছিল। ব্যক্তিগত ভাবে আমার মনে হয়, এই বছরও আইপিএলে ওখানেই হতে পারত। কিন্তু এর সঙ্গে তো অনেক রাজনৈতিক ব্যাপার জড়িয়ে আছে।’
এমনকী জাম্পারা ভারতে ক্রিকেট বিশ্বকাপ করার প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন। বলছিলেন, ‘এই বছরের শেষের দিকে ভারতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটা নিয়েই এ বার কথা বলতে হবে। এথনও ছ’মাস সময় রয়েছে, সেটা কিন্তু কম সময় নয়।’ এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘আমি টিমে খেলছিলাম না। কিন্তু যা চলছে, তাতে নিজেকে মোটিভেটও করতে পারছিলাম না। ট্রেনিংয়ে যাওয়া, নিজের সেরাটা দেওয়া— হয়ে উঠছিল না, তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্তই নিলাম।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।