বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: কোন অস্ত্রে বিরাটকে ঘায়েল করে IPL-এ প্রথম উইকেট নিলেন? জানালেন হরপ্রীত ব্রার

IPL 2021: কোন অস্ত্রে বিরাটকে ঘায়েল করে IPL-এ প্রথম উইকেট নিলেন? জানালেন হরপ্রীত ব্রার

বিরাট কোহলির উইকেট নিয়ে উচ্ছ্বসিত হরপ্রীত ব্রার। ছবি- আইপিএল।

আরসিবির বিরুদ্ধে ম্যাচ জিতে নিয়ে নিজের শহর মোগার নাম উজ্জ্বল করতে পারায় খুশি পঞ্জাব কিংসের তরুণ অলরাউন্ডার

ব্যাট করলেন, বল হাতে উইকেট নিলেন, দুর্দান্ত ক্যাচও ধরলেন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এক স্বপ্নের পারফরম্যান্সে সকলকে চমকে দিয়েছেন হরপ্রীত ব্রার। তাঁর একক মহিমায়েই প্রায় কুপোকাত আরসিবি। ম্যাচ জিতে নিয়ে নিজের শহর মোগার নাম উজ্জ্বল করতে পারায় খুশি পঞ্জাব কিংসের তরুণ অলরাউন্ডার।

বল হাতে নির্ধারিত চার ওভারে ১৯ রান খরচ করে ব্রার তুলে নেন আরসিবির মহাতারকা ত্রয়ী বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডি'ভিলিয়ার্সের উইকেট। দলকে ম্যাচ জিতিয়ে, বিশেষত প্রিয় ‘বিরাট পাজির’ উইকেট তুলে নিয়ে উচ্ছ্বাসে ভাসলেন ২৫ বছরের এই তরুণ। ম্যাচের পর তিনি বলেন, ‘আমার আইপিএল কেরিয়ারের প্রথম উইকেট হিসেবে বিরাট পাজিকে আউট করা আমার কাছে এক বিশেষ মুহূর্ত। উনি প্রথমের দিকে আমার বিরুদ্ধে রান করলেও আমি কোনও সময়েই ঘাবড়ে যাইনি, কারণ আমি জানতাম বোলার হিসেবে ফিরে আসার দ্বিতীয় সুযোগ সবসময়ই রয়েছে আমার কাছে। ওনাকে আউট করার পর বাকিটা আত্মবিশ্বাসের উপর ভর করে নিজের মতই হতে থাকে। প্রথম উইকেট নেওয়ার পর বাকি কাজটা তো আত্মবিশ্বাসই করে দেয়। আমি নিশ্চিত আমার শহর মোগার লোকজন আমার এই পারফরম্যান্সে খুব খুশি হবেন।’

ব্রারের অলরাউন্ড দক্ষতার জেরে পঞ্জাব কিংস পরপর ম্যাচ হারার পর শুধু জয়ের সরণিতেই ফিরল না, এক লাফে লিগ টেবিলের পাঁচ নম্বরেও উঠে এল। ব্রার নিজের পারফরম্যান্স ধরে রাখতে পারলে কিংসরা যে আরও সাফল্য পাবেন, সেই বিষয়ে কোন সন্দেহ নেই।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন