কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচ হওয়ার পর দিনদুয়েক কেটে গেলেও ইয়ন মর্গ্যান এবং রবিচন্দ্রন অশ্বিনের মাঠের মাঝেই কথা কাটাকাটি নিয়ে বিতর্ক থামছে না। এবার এই ঘটনাকে কেন্দ্র করে অশ্বিনের পাশে দাঁড়িয়ে ক্যাপ্টেন মর্গ্যানের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুললে তীব্র আক্রমণ শানলেন বীরেন্দ্র সেহওয়াগ ও পার্থ জিন্দাল।
দিল্লির ইনিংসের ১৯ নম্বর ওভারে রাহুল ত্রিপাঠীর থ্রো ঋষভ পন্তের ব্যাটে লেগে দূরে চলে যাওয়ার পরে অশ্বিনের রান নেওয়াকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত বলে জানান কেকেআর সহ-অধিনয়াক দীনেশ কার্তিক। শেন ওয়ার্ন ঘটনায় অশ্বিনের দোষ দেখলেও কার্তিকের কথা ধরেই তাঁর পক্ষে সওয়াল করেন বীরু ও দিল্লি ফ্রাঞ্চাইজির অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল।
দুইজনেই ২০১৯ বিশ্বকাপের ফাইনালে বেন স্টোকসের ব্যাটে লেগে বল বাউন্ডারিতে চলে যাওয়ার কথা মনে করিয়ে দিয়ে মর্গ্যানকে তীব্র কটাক্ষ করেন। সেহওয়াগ ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, ‘১৪ জুলাই, ২০১৯ সালে যখন বেন স্টোকসের ব্যাটে লেগে বল বাইরে চলে গিয়েছিল, তখন মর্গ্যানবাবু লর্ডসের বাইরে ধর্ণায় বসেছিলেন এবং বিশ্বকাপ ট্রফি নিতে প্রস্তুত ছিলেন না। সেই কারণে নিউজিল্যান্ড জিতে যায়, তাই না? আবার বলতে এসছে এই ঘটনা পছন্দ নয়।’
পার্থ জিন্দালও চাঁচাছোলা ভাষায় একই ঘটনার কথা উল্লেখ করে লেখেন, ‘যখন বেন স্টোকসের ব্যাটে লেগে বল অতিরিক্ত চার রানের জন্য বাউন্ডারির বাইরে চলে যায়, যার কারণে ইংল্যান্ড বিশ্বকাপ জেতে, তখন তো কারুর কোন সমস্যা হয়নি না? যখন অ্যাশ একটা অতিরিক্ত রান নিয়েছে তখনই গোটা বিশ্বের যত সমস্যা? আজব দ্বিচারিতা, পুরোপুরি তোমার পাশে আছি অশ্বিন।’
অশ্বিন নিজেও এই ঘটনা নিয়ে নিজের মতামত জানিয়ে বলেন তিনি নিয়ম বর্হিভূত কোন কাজ করেননি এবং সুযোগ পেলে তিনি আবারও একই কাজ করবেন। এই ঘটনা নিয়ে বিবাদ বা বিতর্ক এখনই থামবে বলে মনে হচ্ছে না। ক্রিকেটীয় ভাবধারার উর্ধ্বে বিশ্বকাপ ফাইনালের মতো এই নিয়মেও হয়তো এমসিসির বদল আনতে হতে পারে নয়তো নিয়ম আরও স্পষ্টভাবে সবাইকে বুঝিয়ে দায়ও রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।