বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: এই অদ্ভুত নিয়মের জন্যই কী ম্যাচ হারল RCB? প্রাক্তন নাইটের টুইটে শুরু বিতর্ক

IPL 2021: এই অদ্ভুত নিয়মের জন্যই কী ম্যাচ হারল RCB? প্রাক্তন নাইটের টুইটে শুরু বিতর্ক

আম্পায়রকে ঘিরে কোহলিদের ক্ষোভ প্রকাশ। ছবি- পিটিআই। (PTI)

ম্যাচে আরসিবি বিরুদ্ধে নেওয়া আম্পায়ারের তিনটে সিদ্ধান্ত  পরিবর্তন করতে হয়। 

কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে আইপিএল এলিমিনেটরে একটা লো-স্কোরিং রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী থেকেছে গোটা ক্রিকেটবিশ্ব। ম্যাচ কেকেআর জিতলেও কমপক্ষে আম্পায়ারের তিনটি সিদ্ধান্ত আরসিবির বিপক্ষে যায়। যদিও সবকটি সিদ্ধান্তই পরে ডিআরএসের সুবাদে বদলানো হয়। তবে আম্পায়ারের সিদ্ধান্ত সম্পর্কিত এক বিতর্কিত নিয়মই ম্যাচে আরসিবির কাল হয়ে দাঁড়ায় বলে মনে করছেন ব্র্যাড হগ। 

বর্তমান নিয়ম অনুযায়ী একবার আম্পায়ার নিজের সিদ্ধান্ত দিয়ে দিলে, তারপর বল ডেড হয়ে যায়। ফলে ব্যাটিং দল কোন রান করলেও তা গ্রাহ্য হয়না। হার্ষাল প্যাটেলে এবং শাহবাজ আহমেদকে আউট দেওয়ায় আরসিবি দুই রান তো হারায়ই, পাশপাশি শাহবাজকে আউট দেওয়ায় তা গ্লেন ম্যাক্সওয়েলকেও স্ট্রাইক থেকে দূরে রেখে আরসিবির ওপর অধিক চাপ সৃষ্টি করে বলেই জানান হতাশ হগ। এই নিয়মের তুলোধনা করে সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত ব্যক্ত করেন হগ।

প্রাক্তন অজি বোলার তথা নাইট তারকা লেখেন, ‘বল ডেড হওয়ার আগে পর্যন্ত সাদা বলের ক্রিকেটে আম্পায়ারের নিজের সিদ্ধান্ত জানানো উচিত নয়। ১৬তম ওভারে শাহবাজ (আহমেদ) আউট হন এবং রান নেন। কিন্তু ডিআরএস তাঁকে নট আউট ঘোষণা করে এবং একটি রান নষ্ট হয়। পাশপাশি, এই সিদ্ধান্ত পরের বলে ম্যাক্সওয়েলকেও ব্যাটিং ক্রিজে আসা থেকে রোখে ফলে ওদের চাপ বাড়ে এবং মোমেন্টামটা পরিবর্তিত হয়ে যায়। হগের নালিশের পরে অদূর ভবিষ্যতে এই নিয়মের পরিবর্তন হয় যায় কি না, সেটাই দেখার মতো হবে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন