আইপিএল শুরুর আগে রবিবার প্রথম প্র্যাকটিস ম্যাচ খেলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে মাত্র ১২ জন প্লেয়ার নিয়ে এই ম্যাচ খেলা হল। দলে যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ, নভদীপ সাইনিরা অবশ্য ছিলেন। আসলে করোনার জন্য বিসিসিাই-এর নিয়ম মেনে আইপিএলে অংশগ্রহণকারী ক্রিকেটারদের সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। যে কারণে বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি সহ দলের বেশির ভাগ প্লেয়ারই এখনও কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে উঠতে পারেননি।
এ দিন প্র্যাকটিস ম্যাচে বেঙ্গালুরুর স্থানীয় প্লেয়াররা কিন্তু নজর কাড়লেন। মধ্যপ্রদেশের রজত পতিদারকে একেবারে বেস প্রাইস ২০ লক্ষ দিয়ে কিনেছিল বেঙ্গালুরু। সেই রজতই এ দিন প্র্যাকটিস ম্যাচে অসাধারণ অর্ধশতরান করেন। ৩৫ বলে তাঁর সংগ্রহ ৫৪ রান। গোয়ার সুয়াস প্রভুদেশাই ১৫ বলে ২৫ রান করেছেন। রজতরা প্রথমে ব্যাট করে ১৫৩ রানে অল আউট হয়ে যান। নভদীপ সাইনি ৪০ রান দিলেও গুরুত্বপূর্ণ ৩ উইকেট তুলে নেন। চাহাল ২০ রান দিয়ে ২ উইকেট নেন। তবে পরে ব্যাট করে এক তরফা ম্যাচটি জিতে নেয় চাহালদের টিমই। ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটেও ভাল পারফরম্যান্স করার সুবাদে ম্যান অফ দ্য ম্যাচ হন হার্শাল প্যাটেল।
এখনও পর্যন্ত আইপিএল ট্রফি অধরা বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের। যে কারণে তারা এই বছর নিজেদের সেরাটা দিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হতে মরিয়া। আইপিএল শুরুর প্রথম দিনই বিরাট কোহলির দল অভিযান শুরু করবে। গত দু'বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।