মুম্বই ইন্ডিয়ান্সকে মরশুমে দ্বিতীয়বার হারিয়ে নাগাড়ে তিন ম্যাচ হারের পর পুনরায় জয়ের সরণীতে ফিরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচে হ্যাটট্রিক করে শিরোনাম হার্ষাল প্যাটেল দখল করলেও আক্রমণাত্মক ভঙ্গিতে দুরন্ত ছন্দে ব্যাটিং করা মুম্বইয়ের ওপেনিং জুটিকে ভাঙেন যুজবেন্দ্র চাহাল।
১৬৬ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লের লাভ তুলে মুম্বইয়ের ওপেনিং জুটি রোহিত শর্মা এবং কুইন্টন ডি'কক ম্যাচ আরিসিবির নাগাল থেকে বার করে যাওয়ার জন্য তৈরি ছিলেন। তবে সেই পরিকল্পনায় ব্যাঘাত ঘটান চাহাল। ইনিংসের সপ্তম ওভারে ডি'কককে ব্যক্তিগত ২৪ রানের মাথায় সাজঘরে ফেরান তিনি। ম্যাচের পর চাহালের দাবি তারকা প্রোটিয়া ব্যাটারকে আউট করার বিষয়ে সবসময়ই আত্মবিশ্বাসী ছিলেন তিনি।
ম্যাচের পর হার্ষালের সঙ্গে এক সাক্ষাৎকারে চাহাল জানান, ‘পাওয়ার প্লের পর মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ছিল বিনা উইকেটে ৫৬। আমি জানতাম এমন পরিস্থিতিতে মাঝের ওভারগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। উইকেট না পেলেও আমার পরিকল্পনা ছিল যেন আমি রান না দিই, যাতে প্রতিপক্ষের ওপর চাপ বজায় থাকে। ডি'কককে আমি আগেও চার-পাঁচবার আউট করেছি। তাই ওর উইকেট নেওয়ার বিষয়ে আমি বরাবরই আত্মবিশ্বাসী ছিলাম।’
চাহালের নিজের পরিকল্পনায় সফল হয়েছেন যে, তা তাঁর পরিসংখ্যানই প্রমাণ করে দেয়। পল্টনদের বিরুদ্ধে নির্ধারিত চার ওভারে তারকা লেগ স্পিনার মাত্র ১১ রান খরচ করে তিন উইকেট তুলে নেন। পাশপাশি এক ওভার মেডেনও দেন তিনি। সাফল্যের উদ্দেশ্যে নিজের অস্ত্রতে আরও ধার দিয়েছেন বলে জানান চাহাল। ‘আমি নিজের টপ স্পিনারটা উন্নত করেছি। যখন কেউ আক্রমণ করবে, তখন আরও বাইরের দিকে তাঁকে বল করা উচিত। তবে যদি শুরু থেকেই তা করা হয়, তাহলে তাঁর প্রভাব নেতিবাচকও হতে পারে। কারণ সেক্ষেত্রে ব্যাটাররা আগে থেকেই পরিকল্পনা করে নিতে পারে।’ দাবি চাহালের
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।