বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: টিমের তরফ থেকে দেওয়া জন্মদিনের উপহার খারাপ লাগেনি পন্তের, যদিও রয়ে গেল ছোট্টো অনুযোগ

IPL 2021: টিমের তরফ থেকে দেওয়া জন্মদিনের উপহার খারাপ লাগেনি পন্তের, যদিও রয়ে গেল ছোট্টো অনুযোগ

ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটারদের শুভেচ্ছা বিনিময়। ছবি- আইপিএল।

তিন উইকেট ও দুই বল বাকি থাকতেই কড়া টক্করের পর অবশেষে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ জিতে নেয় দিল্লি।

সোমবার (৪ অক্টোবর) আইপিএল টেবিলের শীর্ষে থাকা দই দল চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস একে অপরের মুখোমুখি হয়। গুরু মহেন্দ্র সিং ধোনি এবং শিষ্য ঋষভ পন্তের লড়াইয়ে ফের একবার বাজিমাত করেন শিষ্যই। তিন উইকেট ও দুই বল বাকি থাকতেই কড়া টক্করের পর অবশেষে ম্যাচ জিতে নেয় দিল্লি।

সিএসকে নিজেদের নির্ধারিত বিশ ওভারে ১৩৬ রান তোলার পর, শুরুটা আক্রমণাত্মক মেজাজে বেশ দারুণভাবেই করেছিলেন দিল্লির ওপেনাররা। তবে মিডল ওভারে দিল্লি ব্যাটারদের ওপর লাগাম কষেন সিএসকে বোলাররা। নিরন্তর উইকেট হারিয়ে একসময় বেশ বিপাকে পড়লেও শেষ হাসি হাসেন পন্তই। ঘটনাক্রমে কালই পন্তের জন্মদিনও ছিল। দল ম্যাচ জেতায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বার্থডে বয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘জন্মদিনে এই উপহারটা মন্দ নয়, তবে সত্যি বলতে আমরা নিজেরাই এটাকে কঠিন করে ফেলি। দিনের শেষে ম্যাচ জিতলেই সব ঠিক আছে।’

দুই দলই প্লে-অফে কোয়ালিফাই করে গেলেও লিগ তালিকায় প্রথম দুইয়ে থাকার সুবাদে ফাইনালে পৌঁছানোর দু'বার সুযোগ থাকবে দুই দলের কাছে। সেই দিক থেকে এই জয়ের ফলে দিল্লির প্রথম দুইয়ে থাকা প্রায় নিশ্চিত। পাশপাশি ওপেনার পৃথ্বী শ-র ছোট ইনিংসও পন্তকে স্বস্তি দেবে। মূলত ওপেনারদের সুবাদেই দিল্লি কখনও রান তাড়া করতে গিয়ে খুব চাপে পড়েনি বলে মনে করছেন পন্ত। ‘পৃথ্বী আমাদের হয়ে শুরুটা ভাল করে। শিখরও ভাল খেলে। খুব বেশি রান তাড়া করতে না হওয়ায় আমরা বরাবরই ম্যাচে ছিলাম। প্রথম দুইয়ের মধ্যে যেন আমরা থাকি, সেই বিষয়টা নিশ্চিত করতে চাই এবং সেই মর্মেই এটা দারুণ জয়।’

বন্ধ করুন