বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: RR-র বিরুদ্ধে ঝোড়ো অর্ধশতরান করে অধিনায়ক রোহিতের সিদ্ধান্তের মান রাখলেন ইশান কিষাণ

IPL 2021: RR-র বিরুদ্ধে ঝোড়ো অর্ধশতরান করে অধিনায়ক রোহিতের সিদ্ধান্তের মান রাখলেন ইশান কিষাণ

রাজস্থানের বিরুদ্ধে আগ্রাসী ইশান কিষাণ। ছবি- পিটিআই। (PTI)

দুই ম্যাচ পড়ে দলে ফিরে তরুণ ইশান ২৫ বলে ৫০ রানের দুরন্ত এক ইনিংস খেলেন।

চলতি মরশুমের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের খারাপ পারফরম্যান্সের বড় কারণ হল তাদের মিডল অর্ডারের ব্যর্থতা। গত বছর যেখানে ইশান কিষাণের ব্যাটে রানের ফোয়ারা, সেই ইশানকেই এইবার খারাপ ফর্মের জন্য দল থেকে বাদ পড়তে হয়। তবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঝোড়ো অর্ধশতরান করে ফর্মে ফেরার বার্তা দিলেন উইকেটকিপার-ব্যাটার।

রাজস্থানের ৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনসময়ই দ্রুত রান করার চাপ ছিলনা। তাই প্রথমে সময় নিয়ে তারপরই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেন ইশান। ম্যাচের পর তরুণ ইশানের প্রশংসায় মাতেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত। তিনি বলেন. ‘এই ম্য়াচে আমাদের নেট রান রেট বাড়িয় নেওয়ার সুযোগ ছিল। ভাল শুরু করার পর এই ম্যাচে তেমন সুযোগও ছিল। ইশান দুই ম্যাচ পরে প্রত্যাবর্তন ঘটিয়েছে, তাই ওকে আমরা প্রয়োজনীয় সময় দিতে চাইছিলাম। আমি ওকে কিছুই বলিনি (প্রথমে ছয় বল ডট খেলাক পর)। চাইছিলাম যেন ও নিজের শটগুলি থেলে ফর্মে ফেরে এবং ভাল খেলে। ও খেলেওছে দারুণ।’

প্রথম ছয় বলে একটিও রান না করার পর বাকি ১৯ বলে ইশান পাঁচটি চার ও তিনটি ছক্কার সাহায্যে নিজের অর্ধশতরান পূর্ণ করে ফর্মে ফেরেন। বলা ভাল তরুণ ব্যাটার অধিনায়কের ভরসার সম্পূর্ণ মর্যাদা রাখেন। ইশানের ফর্মে ফেরা শুধু মুম্বই ইন্ডিয়ান্স নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় দলের জন্যও সুখবর।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন