মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মঙ্গলবারের (৫ অক্টোবর) ম্যাচে রাজস্থান রয়্যালস খড়কুটোর মতো উড়ে যায়। মাত্র ৯১ রান তাড়া করতে নেমে মুম্বই ৭০ বল ও আট উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয়। এরপর অনেকেই শারজার কঠিন পিচ ও টস রাজস্থানের পক্ষে না যাওয়াকে এই পরাজয়ের বড় কারণ মনে করছেন। তবে কুমার সাঙ্গাকার কিন্তু তার সঙ্গে সম্পূর্ণ সহমত নন।
রাতে শারজায় ব্যাটিং সামান্য সহজ হয় স্বীকার করে নিয়েও রাজস্থানের ডিরেক্টর অফ ক্রিকেটের মতে দলের খারাপ পারফরম্যান্সই জঘন্য পরাজয়ের প্রধান কারণ, পিচ বা টস নয়। সাঙ্গাকারা বলেন, ‘বোর্ডে মাত্র ৯০ রান থাকলে পাওয়ার প্লেতে বিপক্ষের রান চেপে বেশ কয়েকটা উইকেট না ফেললে ফেরার কোন উপায় থাকে না। আমরা পাওয়ার প্লে-তে ৪২ রানে এক উইকেট হারালেও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারিনি এবং মুম্বই খুবই ভাল বল করেছে। নিয়মিত ব্যবধানে উইকেট হারানোয় কোন সময়েই আমরা ওদের বিরুদ্ধে আক্রমণাত্মক ভঙ্গিমায় খেলতে পারিনি। সুতরাং, টস বা পিচের নয়, দোষটা আমাদেরই।’
সাঙ্গাকারা শারজার পিচকে চ্যালেঞ্জিং মনে করলেও এমন পিচে মাঝের মধ্যে খেলার স্বপক্ষেই যুক্তি দেন। ‘এই ধরনের পিচ শুধুমাত্র দক্ষতা না, মানসিকতা ও মানিয়ে নেওয়ার ক্ষমতারও পরীক্ষা নেয়। হ্যাঁ, টি-টোয়েন্টির বিচারে এই পিচে প্রচুর রান নেই, তবে মাঝে মাঝে এমন পিচে খেলাটা মন্দ নয়। এই পিচের সঙ্গে মানিয়ে নিয়ে তারপরেই সেই অনুযায়ী খেলতে হবে।এখানে খেলাও একটা অভিজ্ঞতা। এবার বিশ্বকাপে এখানে কেমন কী হয়, সেটাই দেখার বিষয়।’ দাবি সাঙ্গার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।