রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মরশুমে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নেমে ফের পরাজিত হল রাজস্থান রয়্যালস। ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনও উইকেট না খুইয়েই জয়ের লক্ষ্যে সহজেই পৌঁছে যায় আরসিবি। ম্যাচ হেরে দলের ব্যাটসম্যানদের নিজেদের ভুল থেকে শিক্ষা নেওয়ার উপদেশ দেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন।
টসে হেরে রাজস্থানকে ব্যাট করতে পাঠান আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। শুরুতেই পরপর উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় রাজস্থান। দলগত পঞ্চাশ রান পূর্ণ হওয়ার আগেই সাজঘরে ফিরে যান স্যামসন, জোস বাটলার-সহ চার টপ অর্ডার ব্যাটসম্যান। শিবম দুবে ও শেষে রাহুল তেওয়াটিয়ার আক্রমণাত্মক ইনিংসের সুবাদে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে ১৭৭ রানের সম্মানজনক রান করে রাজস্থান। তবে শেষ রক্ষা হয়নি। অনায়াসেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কোহলি ব্রিগেড।
ম্যাচের পর দলের হারের কারণ খুঁজতে গিয়ে ব্যাটিংয়ে উন্নতির দিকেই ইঙ্গিত দেন রাজস্থান অধিনায়ক। ব্যাটসম্যানদের উদ্দেশ্যে স্যামসন বলেন, ‘আমাদের ব্যাটসম্যানরা খারাপ শুরু করেও ১৭৭ রানে পৌঁছে দারুণভাবে ম্যাচে ফিরে আসে। তবে বিপক্ষ শিবির একটাও উইকেট না হারিয়ে সহজেই সেই লক্ষ্যে পৌঁছে যায়। আমার মনে হয় সময় এসেছে আমাদের ব্যাটিং নিয়ে সৎভাবে চিন্তাভাবনা করার। কোথায় ভুল হচ্ছে তা খুঁজে বার করার। পরাজয় সত্ত্বেও বারংবার আবার নতুনভাবে, নতুন উদ্যমে ফিরে আসা, এটাই তো এই খেলার নিয়ম। হেরে গিয়ে হাল ছেড়ে দিলে চলবে না। বারবার আবার নতুন লড়াই করতে প্রস্তুত হতে হবে।’