কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মরশুমের দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়েছে রাজস্থান রয়্যালস। নির্ধারিত চার ওভারে ২৩ রান খরচ করে চার উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ক্রিস মরিস। ম্যাচ জিতেই ভারতে করোনা পরিস্থিতিতে বিধ্বস্ত দেশবাসীর মুখে হাসি ফোটানের অঙ্গীকার মরিসের।
প্রতিদিনই বিপুল হারে বাড়ছে করোনা সংক্রামিতের সংখ্যা। সংক্রমণের বিচারে বিশ্বকে পিছনে ফেলে দৈনিক প্রায় সাড় তিন লক্ষ লোক আক্রান্ত হয়েছে গত কয়েকদিনে। কোটি কোটি ভারতবাসীর এই দুর্দশা ব্যাথিত করছে মরিস-সহ গোটা রাজস্থান দলকেই।
ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটার বলেন, ‘করোনার জেরে গোটা দেশ বিধ্বস্ত। আমরা গত কয়েকদিন ধরে এ বিষয়ে নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি। দলগতভাবে এই মুশকিল পরিস্থিতিতে প্রতিটা মানুষের কষ্ট আমাদের ব্যথিত করছে। আমি ২৪ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে যাওয়া সকল কোভিড যোদ্ধাদের সম্মান জানাচ্ছি। গোটা বিশ্বে যা ঘটছে তা আমাদের কল্পনারও বাইরে। তবে হারি বা জিতি, ওপারে বসে থাকা দর্শকদের মুখে যদি আমরা সামান্যতম হাসিও ফোটাতে পারি, তাঁদের আনন্দ দিতে পারি, তবে বুঝব খেলোয়াড় হিসাবে আমরা সফল হতে পেরেছি। বিশেষত এই পরিস্থিতিতে সবসময় হাসিমুখে মাঠে নিজেদের সেরাটা দেওয়াই আমাদের লক্ষ্য।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।