গত মরশুম থেকেই মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সমালোচকরা প্রশ্ন তুলেছেন একাধিকবার। এমনকি নেটিজেনরা কটাক্ষ করতে ছাড়েননি রোহিত শর্মা, কায়রন পোলার্ড, সৌরভ তিওয়ারিদের ভুঁড়ি নিয়ে। এবারও সেই প্রসঙ্গ উত্থাপিত হল আমিরশাহি লেগের প্রথম ম্যাচেই।
মুম্বই ইন্ডিয়ান্সের মিডল অর্ডার ব্যাটসম্যান সৌরভ তিওয়ারি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ব্যাট হাতে নজর কাড়লেও তাঁর ফিটনেসের দিকে আঙুল তুললেন সাবা করিম। টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকার দাবি, তিওয়ারির মধ্যে প্রতিভার অভাব নেই। তবে খাওয়া-দাওয়ায় নজর দিতে হবে। বুঝতে অসুবিধা হয় না যে, সৌরভকে এক্ষেত্রে মোটা বলেই কটাক্ষ করলেন সাবা।
ইউটিউব চ্যানেল Khelneeti-তে সাবা করিম বলেন, ‘আমরা ওর মধ্যে কোনও পরিবর্তন দেখিনি। আমার সত্যিই খারাপ লাগে। কারণ সৌরভ তিওয়ারির মধ্যে প্রতিভা রয়েছে। যেদিন থেকে খেলা শুরু করেছে, আমরা ওকে একই রকম দেখছি। গতকালও আরও একবার বোঝা গেল ওর প্রতিভা কতটা। তবে দিনের শেষে তোমাকে খাওয়া-দাওয়ায় নজর দিতে হবে এবং ফিটনেস লেভেল বাড়াতে হবে।’
উল্লেখ্য, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দলকে ম্যাচ জেতাতে না পারলেও সৌরভ তিওয়ারি অনবদ্য ব্যাট করেন। মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন তিনি। ৪০ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন তিওয়ারি।