IPL 2021: জাতীয় দলে বাদ পড়লেও সর্বোচ্চ রানের মালিক শিখর ধাওয়ান, 'অরেঞ্জ ক্যাপে'র দৌড়ে আর কারা রয়েছেন?
Updated: 29 Sep 2021, 02:21 PM ISTআইপিএলে সব দলই অন্তত ১০টা করে ম্যাচ খেলে ফেলেছে। মরুশহরেও বেশ কয়েকটি ম্যাচ ইতিমধ্যেই খেলা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও নামী দামি তারকার রানের ফোয়ার ছোঁটালেও বেশ কিছু তরুণও ব্যাট হাতে নজর কেড়েছেন। আইপিএলের ‘বিজনেস এন্ডে’ এসে এক নজরে দেখে নেওয়া যাক টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক কারা।
পরবর্তী ফটো গ্যালারি