আইপিএলের দ্বিতীয়ভাগে আমিরশাহিতে সোমবার (২০ সেপ্টেম্বর) কলকাতা নাইট রাইডার্স নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। প্রথম ভাগে সাতটির মধ্যে মাত্র দু'টি ম্যাচ জিতে নাইটরা একেবারেই ভাল জায়গায় নেই। বারংবার প্রশ্ন উঠেছে দলের ব্যাটিং নিয়েও। তবে দ্বিতীয়ভাগে দুই নাইট ওপেনার শুভমন গিল ও নীতিশ রানা সকলকে চমকে দিতে তৈরি বলে দাবি ডেভিড হাসির।
আইপিএলের প্রথম সাত ম্যাচে রানা করেছেন ২০১ রান, গিলের মোট সংগ্রহ ১৩২ রান। দলের ওপেনিং জুটির ধারাবাহিকতা থেকে রান করার গতি, সবকিছু নিয়েই প্রশ্ন উঠেছিল। তবে দলের মেন্টর দুইজনকে পরবর্তী প্রজন্মের তারকা অ্যাখা দিয়ে তাঁদের নিয়ে স্বপ্ন বুনছেন। প্রাক্তন অজি তারকার বিশ্বাস আন্তর্জাতিক ক্রিকেটে স্বাদ পাওয়ার পর দুই ক্রিকেটারই নিজেদের সেরাটা দিতে বদ্ধপরিকর।
ESPNcricinfo-কে দেওয়া এক সাক্ষাৎকারে হাসি দাবি করেন, 'ওরা দু'জনেই খুবই প্রতিভাবান এবং দু'জনেই দলের জন্য এবং নিজেদের জন্যও ভাল করতে বদ্ধপরিকর। ওরা তো আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বাদও পেয়ে গিয়েছে ইতিমধ্যেই। ওরা পরবর্তী প্রজন্মের তারকা এবং এক দুই সিরিজের জন্য, সম্ভবত পরবর্তী গোটা দশক জুড়েই ওরা জাতীয় দলের হয়ে খেলবে। দুইজনেই গোটা বিশ্বকে চমকে দিতে প্রস্তত। তাই একবার যদি ওরা ভাল খেলতে শুরু করে, তাহলে ওদের আটকানো বেশ মুশকিল হবে।'