বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: MI আর RCB-র দূর্বলতা কি বা শক্তির জায়গা কোনটা, দেখে নিন এক ঝলকে

IPL 2021: MI আর RCB-র দূর্বলতা কি বা শক্তির জায়গা কোনটা, দেখে নিন এক ঝলকে

বিরাট কোহলি।

বেঙ্গালুুরু রয়্যাল চ্যালেঞ্জার্স একবারও আইপিএল জিততে পারেনি। সেখানে মুম্বই ইন্ডিয়ান্স পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে। গত দু' বছর পরপর তারা আইপিএল জিতেছে। এ বার মুম্বইয়ের সামনে হ্যাটট্রিকের সুযোগ থাকছে।

আর মাত্র কয়েক ঘণ্টা। তার পরেই ১৪তম আইপিএলের উদ্বোধন। প্রথম দিনই নামছে গত দু'বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। তাদের সামনে এ বার হ্যাটট্রিক করার সুযোগ। মুম্বই মোট পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। তাঁদের মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যারা এখনও ট্রফি জয়ের স্বাদ পায়নি।

এই দুই দল মাঠে নামার আগে চৌম্বকে কতকগুলি পরিসংখ্যান উঠে আসছে। 

১) মুম্বই ইন্ডিয়ান্স কখনও শুরুতে জিততে পারেনি। প্রতি বার শুরুতেই ধাক্কা খায় তারা। পরে অবশ্য ঘুরেও দাঁড়ায়। তবে এ বার শুরু থেকেই ভাল ফলের আশায় রোহিত শর্মার দল।

২) চেন্নাইয়ের চিপকে অবশ্য মুম্বইয়ের রেকর্ড খুবই ভাল। এই মাঠে মুম্বই ৮টি আইপিএলের ম্যাচ খেলেছে। জিতেছে ৭টি ম্যাচই। যেটা কিন্তু বেঙ্গালুরুর চিন্তার কারণ।

৩) ২০১৬ সালের পর আবার এই বছর বিরাট কোহলি ওপেনিং করবেন। যেটা বেঙ্গালুরুর দলটির জন্য বড় অক্সিজেন হতে চলেছে। সদ্য করোনামুক্ত হয়ে দলে যোগ দেওয়া দেবদূত পাড্ডিকল এবং বিরাটের ওপেনিং জুটি এই মরসুমে অন্যতম আকর্ষণীয় বিষয় হতে পারে।

৪) মিডল অর্ডারে এবি ডি'ভিলিয়ার্স আরসিবি-র বড় ভরসা। এ বার তাঁর সঙ্গে দায়িত্ব ভাগ করে নেওয়ার জন্য দলে যোগ দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। আইপিএলে ম্যাক্সওয়েলের পারফরম্যান্সের গ্রাফ কিন্তু মোটেও ভাল নয়। তবু তাঁর উপর এই বছর ভরসা রেখেছে বেঙ্গালুরু। সেই ভরসার যোগ্য মর্যাদা দিতে মরিয়া ম্যাক্সওয়েল।

৫)  চিপকের পিচ স্পিন সহায়ক। যে কারণে যুজবেন্দ্র চাহাল মুম্বই ইন্ডিয়ান্সকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন। কিউয়ি পেসার কাইলে জেমিসন যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খুব খারাপ পারফরম্যান্স করেছেন, তবুও তাঁর মধ্যে রোহিত শর্মাদের সমস্যায় ফেলার ক্ষমতা রয়েছে।

৬) মহম্মদ সিরাজ এবং নবদ্বীপ সাইনিকে জাতীয় দলের  হয়ে জার্সিতে বিধ্বংসী মেজাজে পাওয়া গিয়েছিল। এ বার মুম্বইকে হারাতে তাঁরা কার্যকরী ভূমিকা নেবেন বলে মনে করা হচ্ছে।

৭) চিপকে শেষ ম্যাচে আবার মাত্র ৭০ রানে থেমে গিয়েছিল আরসিবি। ফলে, সেই দুঃস্বপ্নও তাড়া করতে পারে বিরাটদের।

৮) স্পিন সহায়ক চিপকে মুম্বইয়ের সমস্যা হতে পারে বলে অনেকেই মনে করছেন। তবে এই দলে ক্রুণাল পান্ডিয়া, রাহুল চাহাররা এখন রীতিমতো পরিচিত নাম। আছেন পীযূষ চাওলা, জয়ন্ত যাদবরাও। যশপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্টরা রয়েছেন পেস বোলিংয়ের দায়িত্বে। ওপেনিংয়ে কুইন্টন ডি'কককে সম্ভবত পাচ্ছে না মুম্বই। ফলে, মুম্বইয়ের জার্সিতে অভিষেক হতে পারে ক্রিস লিনের। ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, কিয়েরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া থাকায় মাঝের ওভারে ঝড় তোলার অসুবিধা হবে না।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মাথায় ঝাঁকড়া চুল, স্ত্রী-পুত্রের সঙ্গে বসে বাংলার বিখ্যাত গায়ক, চিনতে পারছেন? ফুটবলার-সাপোর্ট স্টাফদের টাকা মেটাতে পারেনি, ফের হায়দরাবাদকে ব্যান করল FIFA গরমে দিনে কত গ্লাস জল খাওয়া সঠিক? ঠান্ডা জল বেশি খেলে আসতে পারে কোন বিপদ? আপাতত নতুন ক্রেডিট কার্ড দিতে পারবে না কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, এল RBIর নির্দেশ নন্দীগ্রাম TMC প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে ‘চোর চোর’ বলে তাড়া করলে বিজেপি ‘‌অধীর চৌধুরী আজ খাচ্ছে সাঁইবাড়ির রক্তমাখা ভাত’, মুর্শিদাবাদে তোপ দাগলেন অভিষেক‌ আদৃত-কৌশাম্বির বিয়ে নিয়ে উন্মাদনা! এদিকে বাচ্চা বাড়ি আনার পরিকল্পনায় সৌমিতৃষা খুন করে দেহ লোপাটের পরিকল্পনা পলাশ-প্রতীক্ষার! শিমুলকে সতর্ক করে কী বলল পরাগ? রুতুরাজের সেঞ্চুরির পরেও হারল ধোনির দল, ছুঁলেন কোহলি, সঞ্জুদের যন্ত্রণার নজির বিমান বসুর পর এবার প্রচারে বেরিয়ে সাতসকালে শশী পাঁজার বাড়ি তাপস রায়

Latest IPL News

এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক IPL 2024- স্লো-টার্নার নয়, উঠল ৪২৩ রান, হেরে চিপকের পিচকেই দুষলেন CSK-র কোচ? যদি তখন এরকম করতে পারতাম.... নাইটদের সঙ্গে কাটানো দিনগুলি নিয়ে আক্ষেপ কুলদীপের IPL 2024 CSK vs LSG: রাহুলের এই সাহসী সিদ্ধান্তই বদলে দিল ম্যাচের রঙ! চুক্তি থেকে বাদ, আইপিএলে শতরানের পর জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন স্টইনিস সারাক্ষণ ধোনি, ধোনি কী! ক্যামেরাম্যান ফোকাস করতেই বোতল ছোড়ার ভয় দেখালেন মাহি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.