দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে ধোনিকে বারবার নিজের লুক বদলাতে দেখা গিয়েছে। বিশেষ করে হেয়ারস্টাইল বদলে অনুরাগীদের চমকে দিতে মাহির জুড়ি নেই। শুরুতে লম্বা চুলের ধোনি ঝড় তুলেছিলেন অনুরাগীদের মনে। পরে বিশ্বকাপ জয়ের পর মাথা মুড়িয়েও ফেলেন তিনি।
সম্প্রতি ধোনিকে মোটা গোঁফ রেখে নতুন লুকে দেখা গিয়েছে চেন্নাই শিবিরে। এবার সোশ্যাল মিডিয়ায় কার্যত রকস্টার মুডে ধোনির ছবি সামনে আসতেই হইচই পড়ে যায় ফের। নেটিজেনদের আগ্রহ, তবে কি ফের নিজের লুক বদলালেন ধোনি?
আসলে ধোনি হঠাৎ করে নিজের চেহারায় রকস্টার মেজাজের আমদানি করেছেন, এমনটা নয়। আইপিএল ২০২১-এর দ্বিতীয়ার্ধের আগে অফিসিয়াল ব্রডকাস্টারদের তরফে বিজ্ঞাপনি প্রচারের জন্য ধোনিকে তুলে ধরা হয়েছে নতুন রূপে। ঠিক আইপিএল ২০২১ শুরুর আগে যেমন মাহিকে দেখা গিয়েছিল ন্যাড়া মাথার সন্ন্যাসী বেশে, এবার তেমনই স্টার স্পোর্টসের তরফে ধোনির রকস্টার রূপ সামনে নিয়ে আসা হয় সোশ্যাল মিডিয়ায়।
স্বাভাবিকভাবেই ধোনির নতুন লুক নেটিজেনদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। স্টার স্পোর্টসের তরফে বিজ্ঞাপনি প্রচারের ঝলক সামনে নিয়ে আসার পর অনেকেই আগ্রহী এটা দেখান জন্য যে, এবার ধোনিকে কীভাবে উপস্থাপন করা হয়। তবে যেভাবেই সামনে নিয়ে আসা হোক না কেন, ধোনির নতুন লুক ইতিমধ্যেই ভাইরাল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।