IPL 2021 Points Table: ধোনিদের টপকে শীর্ষে ফিরল দিল্লি, আইপিএলের আপডেটেড পয়েন্ট টেবিলে চোখ রাখুন
1 মিনিটে পড়ুন . Updated: 23 Sep 2021, 07:15 AM IST- সিংহাসন নিয়ে জোর লড়াই চলছে চেন্নাই ও দিল্লির মধ্যে।
বায়ো-বাবলে করোনা হানা দেওয়ায় মাঝপথেই আইপিএল ২০২১ স্থগিত হয়ে যাওয়ার সময় দিল্লি ক্যাপিটালস ছিল লিগ টেবিলের এক নম্বরে। তবে টুর্নামেন্ট পুনরায় শুরু হওয়ার পর প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস শীর্ষস্থান দখল করে। এবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিয়ে ধোনিদের কাছ থেকে লিগ টেবিলের এক নম্বরের মুকুট পুনরায় ছিনিয়ে নেন ঋষভ পন্তরা। সুতরাং, সিংহাসন নিয়ে জোর লড়াই চলছে চেন্নাই ও দিল্লির মধ্যে।
সানরাইজার্স হায়দরাবাদ অবশ্য যথারীতি লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক আইপিএল ২০২১-এর আপডেটেড পয়েন্ট টেবিল।
আইপিএল ২০২১-এর পয়েন্ট টেবিল:-
১. দিল্লি ক্যাপিটালস: ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দিল্লি উঠে আসে এক নম্বরে। তাদের নেট রান-রেট +০.৬১৩।
২. সিএসকে: ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস নেমে যায় দু'নম্বরে। তাদের নেট রান-রেট +১.২২৩।
৩. আরসিবি: ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ব্যাঙ্গালোর রয়েছে তিন নম্বরে। তাদের নেট রান-রেট -০.৭০৬।
৪. মুম্বই ইন্ডিয়ান্স: ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে মুম্বই যথারীতি রয়েছে চার নম্বরে। তাদের নেট রান-রেট +০.০৭১।
৫. রাজস্থান রয়্যালস: ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রাজস্থান অবস্থান করছে পাঁচ নম্বরে। তাদের নেট রান-রেট -০.১৫৪।
৬. কেকেআর: ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে কলকাতা রয়েছে ছয় নম্বরে। তাদের নেট রান-রেট +০.১১০।
৭. পঞ্জাব কিংস: ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পঞ্জাব রয়েছে সাত নম্বরে। তাদের নেট রান-রেট -০.৩৪৫।
৮. সানরাইজার্স: ৮ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ থেকে যায় সেই আট নম্বরে। তাদের নেট রান-রেট -০.৬৮৯।