কলকাতা নাইট রাইডার্সের দল বাছতে বসলে বর্তমান প্রথমেই যাদের নাম বিনা দ্বিধায় সবার আগে আসে, তাদের মধ্যে অন্য়তম হলেন বরুণ চক্রবর্তী। মাত্র দু বছরেই কেকেআর দলের মুখ্য স্পিনার হয়ে উঠেছেন তিনি। বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরও একটি অনবদ্য পারফরম্যান্সে নিজের জাত চিনিয়েছেন বরুণ। তবে ম্যাচ সেরার পুরস্কার না হলেও সেই ম্যাচে অনেক বেশি মূল্যবান উপহার পেলেন কেকেআর স্পিনার।
টেনিস বল ক্রিকেট থেকে আইপিএল হয়ে জাতীয় দলে বরুণের উত্থানের গল্প রূপকথার মতোই। অল্প সময়েই দারুণ সাফল্য পেয়েছেন তামিলনাড়ুর ‘মিস্ট্রি স্পিনার’। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দলেও জায়গা করে নিয়েছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের পর মিলেছে ভারত তথা আরসিবি অধিনায়ক বিরাট কোহলির প্রশংসাও। এবার মুম্বই ম্যাচের পর ‘ক্রিকেটের ভগবান’ স্বয়ং সচিন তেন্ডুলকরের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেলেন বরুণ চক্রবর্তী।
ভারতীয় সমর্থক হোক বা ক্রিকেটার, সকলের কাছেই সচিন হলেন তাঁদের ছোটবেলার নায়ক, তাঁদের হিরো। তেমনই কোটি কোটি দেশবাসীর মতো বরুণও সচিনভক্ত। বর্তমানে মুম্বইয়ের মেন্টরের দায়িত্বে রয়েছেন সচিন। তাই মুম্বই ম্যাচের পর প্রিয় সচিনের সঙ্গে অনায়াসেই সাক্ষাৎ সারেন বরুণ। দুইজন বেশ কিছুক্ষণ কথাও বলেন। এরপরেই দুজনের এক ছবিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি।
পোস্টে বরুণ সচিন তেন্ডুলকরের নাম দিয়ে কোটে লেখেন, ‘নিজের স্বপ্ন সত্যি করার জেদ কোনদিনও ছেড় না, কারণ স্বপ্ন সত্যি হয়।’ সম্ভবত তাঁদের কথোপকথনের সময় সচিন তাঁকে এই পরামর্শই দেন। সত্যিই তো বরুণ তো স্বপ্নের সফরেই রয়েছেন। আর কয়েকদিন পরে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার আরেক স্বপ্ন সত্যি হতে চলেছেন বছর ২৯-র বোলারের। বরুণের স্বপ্নের দৌড় এবং সাফল্য যেন অব্যাহত থাকে, এমনটা সকলেই আশা করবেন।