বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: আইপিএলে ওপেন করবেন বিরাট, বিশ্বকাপ নিয়েও জিইয়ে রাখলেন সম্ভাবনা

IPL 2021: আইপিএলে ওপেন করবেন বিরাট, বিশ্বকাপ নিয়েও জিইয়ে রাখলেন সম্ভাবনা

ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি। (ছবি সৌজন্য রয়টার্স)

টি-টোয়েন্টি বিশ্বকাপেও ওপেন করার সম্ভাবনা জিইয়ে রাখলেন বিরাট।

একদিনেই থেমে থাকতে চাইছেন না। বরং টি-টোয়েন্টি বিশ্বকাপেও রোহিত শর্মার সঙ্গে ওপেন করার সম্ভাবনা জিইয়ে রাখলেন বিরাট কোহলি। একইসঙ্গে বছর শেষের আইসিসি টুর্নামেন্টের আগে আইপিএলেও ওপেন করতে চলেছেন বলে জানালেন ভারতীয় অধিনায়ক।

শনিবার আমদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলি বলেন, 'আমি আইপিএলেও ওপেন করতে চলেছি। অতীতে আমি বিভিন্ন জায়গায় ব্যাট করেছি। আমার মতে, এখন আমাদের (ভারতের) হাতে মিডল অর্ডার শক্তিশালী আছে।'

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের ফয়সলকারী ম্যাচে রোহিতের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন বিরাট। কে এল রাহুলের পরিবর্তে বাড়তি বোলার খেলিয়ে নিজেকে ওপেনিংয়ে তুলে এনেছিলেন। সেই কৌশল পুরোপুরি কাজে লেগে যায়। দুর্দান্ত ইনিংস খেলেন রোহিত। ৫২ বলে ৮০ রানে অপরাজিত থাকেন বিরাটও। তার জেরে পুরোপুরি ব্যাকফুটে পড়ে যায় ইংল্যান্ড। সেই অভিজ্ঞতা থেকে বিরাট জানান, ভবিষ্যতেও একইরকম কৌশল নিতে পারে ভারত। এমনকী টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের হয়ে ইনিংস শুরু করার সম্ভাবনা জিইয়ে রাখেন। ভারতীয় অধিনায়কের কথায়, 'এখন বিষয়টা হল যে দলের দুই সেরা খেলোয়াড় টি-টোয়েন্টিতে সর্বাধিক সংখ্যক বল খেলতে পারবে। আমি অবশ্যই টপ অর্ডারে রোহিতের (রোহিত শর্মা) সঙ্গে নামতে চাই। আমাদের মধ্যে জুটি গড়ে ওঠে, আর আমরা দু'জনেই ক্রিজে জমে যাই, তাহলে একজন তো বিপক্ষ দলকে ধাক্কা দেবে। একজন ক্রিজে থাকলে অপরজনের আরও বেশি আত্মবিশ্বাস থাকবে। সে জানবে যে ঢের বেশি স্বাধীনভাবে খেলতে পারবে। এটা দলের সঙ্গে ভালো খাপ খাচ্ছে। এরকম (ওপেনিংয়ে বিরাট-রোহিত) চালিয়ে যেতে চাই। আশা করছি যে বিশ্বকাপেও আমরা এই ফর্ম নিয়ে যেতে পারব।'

বন্ধ করুন