বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: বেয়ারস্টো কি টয়লেটে আটকে পড়েছিলেন যে সুপার ওভারে নামানো হয়নি? ক্ষুব্ধ সেহওয়াগ

IPL 2021: বেয়ারস্টো কি টয়লেটে আটকে পড়েছিলেন যে সুপার ওভারে নামানো হয়নি? ক্ষুব্ধ সেহওয়াগ

ম্যাচের পর সৌজন্য বিনিময় দু'দলের ক্রিকেটারদের। ছবি- পিটিআই। (PTI)

সোশ্যাল মিডিয়ায় নিজের রসিকতার জন্যই বিখ্যাত বীরেন্দ্র সেহওয়াগ। এ দিন আবারও তাঁর সেই দিকটাই দেখা গেল।

রোমহর্ষক ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে লিগ তালিকায় দু'নম্বরে ওঠে এল দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করে সানরাইজার্সকে ১৬০ রানের লক্ষ্য দেন ঋষভ পন্তরা। নির্ধারিত বিশ ওভারে ম্যাচ টাই হওয়ার পর, সুপার ওভারে জয় নিশ্চিত করে দিল্লি শিবির। তবে সানরাইজার্সের সিদ্ধান্তে বিস্মিত বীরেন্দ্র সেহওয়াগ ম্যাচের পর নিজের ক্ষোভ উগরে দেন ডেভিড ওয়ার্নারের দলের বিরুদ্ধে। প্রতি ম্যাচের পরেই সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত প্রকাশ করে থাকেন সেহওয়াগ। এই ম্যাচেও তাঁর অন্যথা হল না।

সানরাইজার্সের হয়ে কেন উইলিয়ামসন সর্বাধিক ৬৬ রান করলেও ইনিংসের শুরুতেই আক্রমণাত্মক ভঙ্গিমায় মাত্র ১৮ বলে ৩৮ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন জনি বেয়ারস্টো। তবে সবাইকে অবাক করে দিয়ে সুপার ওভারে বেয়ারস্টোর বদলে ব্যাট হাতে ক্রিজে নামেন ওয়ার্নার ও কেন উইলিয়ামসন। এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই সেহওয়াগ তাঁর স্বভাবোচিত ভঙ্গিমায় তুলোধনা করেন সানরাইজার্স দলের। ভারতের প্রাক্তন ওপেনার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, ‘যদি না বেয়ারস্টো শৌচালয়ে আটকে পড়ে থাকেন, তাহলে সানরাইজার্সের এই সিদ্ধান্তে আমি বিস্মিত। মূল ইনিংসে ও ১৮ বলে ৩৮ রান করে এবং দলের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ভালভাবে বড় শট খেলতে সক্ষম হয়। সানরাইজার্স ভালো লড়াই করলেও, এই অদ্ভুত সব সিদ্ধান্ত নিয়ে হারের জন্য তাঁরা নিজেরাই দায়ী।’

সোশ্যাল মিডিয়ায় নিজের রসিকতার জন্যই বিখ্যাত সেহওয়াগ। এ দিন আবারও তাঁর সেই দিকটাই দেখা গেল। অন্যদিকে পাঁচের মধ্যে মাত্র একটা ম্যাচ জিতে বেশ বিপাকে সানরাইজার্স। শেষ কয়েক ম্যাচ উইলিয়ামসন দলে ফেরার পর দলের পারফরম্যান্সের উন্নতি হলেও ম্যাচের রেজাল্টে তাঁর তেমন কোন প্রভাব পড়েনি। দ্রুতই এই সমস্যার সমাধান খুঁজতে হবে নিজামের শহরের ফ্রাঞ্চাইজিকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন